Spread the love

How To Cure Acne Naturally In 3 days : ৩ দিনে ব্রণ দূর করার উপায়

How to remove pimples naturally at home : এখনকার দিনে আমাদের সবারই কম-বেশি ব্রণ হয়। এতে চিন্তার কিছু নেই। এক দিনের মধ্যে ব্রণ কমিয়ে ফেলা সম্ভব। চলুন দেখে নিই পদ্ধতিগুলো।


IMG_20230908_203627-1694185595983 How To Cure Acne Naturally In 3 days : ৩ দিনে ব্রণ দূর করার উপায়

Best home remedy for acne overnight

১. এক রাতে ব্রণ কমাবে লেবুর রস


এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা-চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি সারা রাত ব্রণে লাগিয়ে রাখুন। সকালে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

How to remove pimples naturally and permanently

২. রাতারাতি ব্রণ দূর করে মধু

মধু মাখিয়ে রাতারাতি ব্রণ দূর করা যায়। সে জন্য একটি তুলার বল নিন। তাতে লেবুর রস মাখান। রাতে ঘুমাতে যাবার আগে তুলাটি ব্রণের ওপরে কিছুক্ষণ রাখুন।

How to remove pimples naturally at home

৩. মুখের ব্রণ তাড়াতাড়ি কমায় ডিম

ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিউনো অ্যাসিড রয়েছে। এই উপাদানগুলো ব্রণের জীবাণু ধ্বংস করে তাড়াতাড়ি ব্রণ কমিয়ে দেয়। ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে তার সাথে কফি গুঁড়ো মিক্স করে ব্রণের ওপর লাগান। ৪-৫ মিনিট রেখে ধুয়ে নিন।


পিম্পল দূর করার উপায়


৪. বরফ দিয়েও ব্রণের চিকিৎসা শুরু করতে পারেন। প্রথমে ত্বককে ভালোভাবে পরিষ্কার করুন। একটি বরফের টুকরোকে পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে কয়েক মিনিট ব্রণের ওপর রাখুন। বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ব্যবহার করুন।

দ্রুত ব্রণ দূর করার উপায়

৫. ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন টুথপেস্ট ব্যবহারের একদিনের মধ্যেই শুকিয়ে যায় ব্রণ। এটি ত্বকের আর্দ্রভাব কমিয়ে ফেলে। এ জন্য ভেতর থেকে ব্রণ শুকিয়ে যায়।


৬. ব্রণর সমস্যা সারানোর জন্য নানা ঘরোয়া প্যাকই ব্যবহার করতে পারেন আপনি। তবে হলুদের প্যাক যে কোনও ত্বকের জন্যেই বেশ ভালো। সে কারণে এই নিম হলুদের প্যাক ব্যবহার করতে পারেন। নিম পাতা বেটে নিন। তার সঙ্গে সম পরিমাণে হলুদ বাটা মিশিয়ে দিন।

১০ মিনিট রেখে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে মেনে চলুন এই রুটিন। দেখবেন ঠিক হয়ে গিয়েছে।


Read More,

কফি পাউডার দিয়ে রূপচর্চা : Coffee Face Pack For Instant Glow



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *