Skin Care

How To Get Fair Skin: ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার ৩ ঘরোয়া উপায়

Spread the love

সেই প্রাচীন কাল থেকেই গায়ের রং নিয়ে সকলের মাথা ব্যাথা রয়েছে,,, সকলে চায় তাদের গায়ের রং উজ্জ্বল হোক, অনেকে তো বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে আনে ফর্সা হওয়ার জন্য….তাতে সাময়িকভাবে ফর্সা হলেও ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যায়। তাই এক্ষেত্রে ঘরোয়া উপায় বেছে নেওয়াই শ্রেয়। কারণ ত্বকের ধরন বুঝে ঘরোয়া উপাদান ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার ভয় থাকে না।

দ্রুত ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

কি কারণে মুখ কালো হয়ে যায়?

মুখে কালো দাগের কারণ হতে পারে অত্যধিক সক্রিয় হরমোন গ্রন্থি। যা আপনার মুখের উপর থাইরয়েড গ্রন্থির ফলে দেখা দিতে পারে যা হরমোনের মাত্রা পরিবর্তন করে। তাই ত্বককে দূষণ ও সূর্যের রশ্মি থেকে রক্ষা করা উচিত। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে নিজের যত্ন নিন। এতে ত্বক সুন্দর হবে, ভালো থাকবে মনও।

চলুন জেনে নেওয়া যাক গায়ের রং উজ্জ্বল করার ঘরোয়া ৩ কার্যকারী উপায়-

1। হলুদ ও কফির ব্যবহার: এক চা চামচ হলুদ গুঁড়া সঙ্গে কফি গুঁড়ো ও সঙ্গে নিন দুই চা চামচ লেবুর রস। উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ভালোভাবে মেখে নিন। এভাবে পনেরো মিনিট রাখার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করুন। হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টি ইনফ্লামেটরি উপাদান ত্বককে সব ধরনের জীবাণু থেকে দূরে রাখে। সেইসঙ্গে ত্বককে দ্রুত ফর্সা করতে কাজ করে হলুদ।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

2। টমেটো ও চিনির ব্যবহার: একটি টমেটো ও দুই চা চামচ চিনি নিন। এরপর পরিমাণ মতো টমেটোর রস নিয়ে লেবুর রস মিশিয়ে নিন। এবার মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। শুকিয়ে এলে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। টমেটো ত্বকের দাগ কমিয়ে ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারে। সবচেয়ে ভালো ব্যাপার ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে।

৩ দিনে ফর্সা হওয়ার উপায়

3। দইয়ের ও কফির ব্যবহার: দুই টেবিল চামচ টক দই ও এক চা চামচ কফি নিন। এই দুই উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিষ্কার ত্বকে মিশ্রণটি ব্যবহার করুন। পনেরো মিনিট অপেক্ষা করে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। এটি ত্বককে দ্রুত উজ্জ্বল করে তুলবে। ত্বকে টকদই ব্যবহার করলে তা ত্বককে ফর্সা করে তোলে।

4। অ্যালোভেরার জেলেতে প্রচুর পরিমানে আন্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের দাগ ব্রণ সারিয়ে তুলতে অনেক উপকারী। সপ্তাহে ১ থেকে ২ দিন অ্যালোভেরা জেলো মুখে মেখে কিছুক্ষন অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষগুলো বের করে ত্বককে আরো উজ্জ্বল করে তোলে।

আরোও পড়ুন,

Tea Tree Oil Benefits|ত্বকের যত্নে টি ট্রি অয়েলের ব্যবহার

Reason For Pigmentation On Face: পিগমেন্টেশন কেন হয় ও এর সমাধান

Bristy

Leave a Comment

Recent Posts

Aloevera Gel: ত্বকের নানান সমস্যা দূর করবে অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের উপকারিতা নিয়ে বলে শেষ করা যাবে না,, ত্বক গ্লো করা থেকে শুরু করে,…

23 mins ago

Best Moisturizer: ত্বকের যত্নে বাড়িতেই তৈরি করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ক্লিনিং টোনিংয়ের পর ময়েশ্চারাইজার লাগানো অত্যন্ত জরুরী। নয়তো ত্বক তার নিজস্ব আর্দ্রতা হারিয়ে ফেলে,,, প্রতিবার…

45 mins ago

How To Remove Acne Scars: দাগহীন সুন্দর ত্বক পেতে যা করবেন

এখনকার মহিলা পুরুষদের বয়ঃসন্ধিকালে হরমোনের ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। আর এই…

1 day ago

Oily Skin: গরমে মুখ তেলেতেলে হয়ে যাচ্ছে! ভরসা রাখুন ঘরোয়া ৩ উপায়ে

এখন প্রায়ই ঋতু বদল দেখা দিচ্ছে,, কখনও প্রচুর গরম তো কখনও বৃষ্টি,,, কিনতু এই গরমে…

1 day ago

Facial: বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে ৩ ফেসিয়াল

আপনার কি সামনেই বিয়ে? বিয়ের আগে নিজেকে আকর্ষণীয় দেখাতে সকল মেয়ে পুরুষরা হাজার হাজার টাকা…

2 days ago

Chiken Curry Recipe: রবিবার মানেই চিকেন! তৈরি করুন সুস্বাদু রেসিপি

রবিবার মানেই বাড়িতে চিকেন হবেই,, এ এক বাঙালির ইমোসন বলতে পারেন। রবিবার নামেই ছুটির দিন।…

2 days ago