Spread the love

How To Get Glowing Summer Skin| ত্বকের জেল্লা ফেরাতে ৫ টি ঘরোয়া টোটকা


গরমকালের শুরু থেকেই আমাদের ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে নানা স্কিনকেয়ার প্রোডাক্টই আমরা ব্যবহার করে থাকি। কিনতু সেগুলো কাজ নাও দিতে পারে,,, মুখের জেল্লা ধরে রাখার জন্যে কোন কোন উপাদান ব্যবহার করবেন? জেনে নিন ঝটপট…


IMG_20230728_223841-1690564130555 How To Get Glowing Summer Skin : ত্বকের জেল্লা ফেরাতে ৫ টি ঘরোয়া টোটকা

Best Tips to get glowing skin in summer naturally

গোলাপ জল

গোলাপ জল ত্বকের জন্যে খুবই উপকারী। আপনার ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে এটি। টোনার হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। অ্যান্টি অক্সিড্যান্টে ঠাসা এই উপাদান। তাই ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

Summer skin care routine home remedies

অ্যালোভেরা জেল

ত্বকের যত্নে অ্যালোভেরা জেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভ্যাপসা গরমেও বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম। ফলে, ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। তাই ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। আর্দ্রতার ঘাটতি মেটানোর জন্যে ময়শ্চারাইজার লাগানো দরকার।

এছাড়াও অ্যালোভেরা জেলে ভিটামিন বি ১২ , ফলিক অ্যাসিড এবং কোলাইন পাওয়া যায়। রোদে পোড়া ত্বকেও ঠিক ওষুধের মতোই কাজ করে অ্যালোভেরা।


How to make your skin glow naturally at home

কী ভাবে ব্যবহার করবেন?

এই চারটি উপাদানই আপনি আলাদা আলাদা ভাবে ত্বকে ব্যবহার করতে পারেন। মুখ ক্লিনজিং করার পরে টোনার হিসেবে লাগান গোলাপ জল।

অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই মুখে গোলাপ জল লাগানোর পরে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

ভিটামিন সি ফেস সিরামও সরাসরি মুখে মাখতে পারেন।


৫ টোটকার জাদুতেই ফিরবে ত্বকের হারানো জেল্লা


অ্যান্টি-অক্সিড্যান্ট বৈশিষ্ট্য : হলুদে রয়েছে কারকিউমিন নামে একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট ৷ যা ফ্রি ব়্যাডিক্যাল নিরপেক্ষ করার ক্ষমতার জন্য পরিচিত ৷ এটি অকালবার্ধক্য ও ত্বকের ক্ষতিতে অবদান রাখে ৷


প্রদাহরোধকারী প্রভাব : হলুদে উপস্থিত কারকিউমিনের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে সুন্দর রাখতে, লালভাব ও জ্বালা কমাতে কাজ করে ৷


ত্বকে জেল্লা ফেরাতে চান? রোজ ঘুম থেকে উঠে মেনে চলুন এই ৫ নিয়ম


অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল : হলুদে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে ৷ যা ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ।


গোলাপ জল মুখে দিলে কি হয়


ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি : নিয়মিত বেসন ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায় ৷ ত্বকের সামগ্রিক বর্ণকে উন্নত করতে সাহায্য করে বেসন ৷


দইয়ের গুণাগুণত্বকে যেভাবে টক দই ব্যবহার করবেন

একটি বাটিতে টক দই নিয়ে এর সঙ্গে বেসন, এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটুকু ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।


আরোও পড়ুন,

Which soap is best for pimples and oily skin – ব্রণের জন্য কোন সাবান ভালো



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *