এখনকার মহিলা পুরুষদের বয়ঃসন্ধিকালে হরমোনের ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। আর এই ব্রণ থেকেই শুরু হয় নানান সমস্যা,, ত্বকের ওপর ব্রণের দাগ ছোপে ভরে যায়। ত্বকে ব্রণ হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু ঘরোয়া উপায় মেনে চললে ব্রণহীন ও সুন্দর ত্বক পেতে পারি, আসুন তা জেনে নিই-
1। গরমে ত্বক রোজ ভালো করে তিন চার বার ধুতে হবে। পারিষ্কার তোয়াল দিয়ে মুছে নিন।
2। ব্রণ হলে ব্রণের ওপর ১/২ মিনিট বরফ টুকরো ঘষুন। এটি ব্রণের আকার কমিয়ে দেয় কয়েক মুহূর্তেই। ফোলাভাব ও কমিয়ে দেয়।
ব্রণ দূর করার ঘরোয়া উপায়
3। টকদই ব্রণের জন্য খুব ভালো। টকদই মুখে মেখে ১০ মিনিট পর ধুয়ে নিন। টকদই ব্যবহারের ফলে ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ।
4। এছাড়াও গরমে প্রচুর জল পান করতে হবে এতেই আমরা পেতে পারি ব্রণ এবং দাগহীন সুন্দর ত্বক।
5। নিম-তুলসির পেস্টনিমে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে,, দুই পাতার পেস্ট ব্যবহার করুন ব্রণ দূর করতে।
৭ দিনে ব্রণ দূর করার উপায়
6। অ্যালোভেরাএক চামচ অ্যালোভেরার সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্রণর জায়গায় লাগালে ব্রণের সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।
7। শসার রসের ব্যবহার: শসা কেবল খেলেই উপকার পাওয়া যায় না, এটি ত্বকে ব্যবহার করলেও দারুণ উপকার পাবেন। এর রস আমাদের ত্বকের ব্রণ দূর করার ক্ষেত্রে ভীষণ কার্যকরী। এর রস দিয়ে আইস কিউব তৈরি করেও রাখতে পারেন।
আরোও পড়ুন,
Oily Skin: গরমে মুখ তেলেতেলে হয়ে যাচ্ছে! ভরসা রাখুন ঘরোয়া ৩ উপায়ে