Spread the love

How To Remove Acne Scars Naturally In A Week – ৭ দিনে ব্রণ দূর করার উপায়


মুখের কালো দাগের সমস্যায় আমরা সকলে ভুগি,, আর যখন সেই ব্রণর সমস্যা কমে যায় তখন সাধারণত মুখের ত্বকে এই ধরনের কালো দাগ রেখে যায়। যদি প্রাকৃতিক উপায়ে এই ধরনের কালো দাগ দূর করা যায়, তাহলে সবচেয়ে ভাল হয় তাইনা । মাত্র ৭ দিনে মুখের ত্বককে করে তোলা যাবে দাগমুক্ত।


IMG_20230711_211703-1689090438217 How To Remove Acne Scars Naturally In A Week - ৭ দিনে ব্রণ দূর করার উপায়

How to remove acne scars naturally overnight

আসুন, জেনে নেওয়া যাক কী ভাবে ঘরোয়া উপায়ে সহজে পাবেন দাগমুক্ত মুখ—

ক) লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে দু’বার এমনটা করুন।


খ) এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখের কালো দাগের উপর হালকা ভাবে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দেখবেন দাগ দূর হয়ে যাচ্ছে।।


How to remove acne scars naturally at home

গ) এ ছাড়াও, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ টম্যাটোর রস। মুখে দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট ১৫ পরে জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে বার দু’য়েক এমনটা করলে দ্রুত ফল মিলবে।


লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়


ঘ) কমলালেবুর খোসা

কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। সমপরিমাণ গুঁড়ো এবং মধু মিশিয়ে ব্রণর কালো দাগের জায়গায় প্রলেপ দিন। ১৫-২০ মিনিট এটি মুখে মেখে রাখুন। দেখবেন ধীরে ধীরে দাগ দূর হয়ে গেছে।।


Remove acne scars in 1 week


উ) তুলসি পাতার রস

ব্রণের জন্য তুলসি পাতার রস খুব উপকারী। কারণ তুলসি পাতায় আছে আয়ূরবেদিক গুণ। শুধুমাত্র তুলসি পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।।


এলোভেরার প্যাক

স্নানের আগে আপনি যদি অ্যালোভেরা দিয়ে মুখে ৩/৪ মিনিট ম্যাসাজ করেন তাহলে দেখবেন ব্রণ কতো তাড়াতাড়ি গায়েব হয়ে যায়।।। কারণ এতে আছে হাজার রকমের গুন।।


IMG_20230711_211651-1689090438643 How To Remove Acne Scars Naturally In A Week - ৭ দিনে ব্রণ দূর করার উপায়

দ্রুত ব্রণ দূর করার উপায়

চ) চন্দন কাঠের গুড়োঁ, গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে। সপ্তাহে ৩-৪দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।


ছ) মুলতানি মাটি ও নিম পাতা

চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ডার্ক স্পট ও কমে গেছে।।


আরোও পড়ুন,

Does Acne Star Remove Dark Spots


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *