চুলের পড়ার অন্যতম শত্রু হলো খুশকি। এই খুসকির কারনে চুল পড়ে,, দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি কারনে হতে পারে খুশকির অন্যতম কারণ। খুশকির কারণে চুল অতিরিক্ত পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, ইত্যাদি সমস্যা দেখা দেয়…..যাঁরা সারা বছরই প্রায় খুশকির সমস্যায় ভোগেন, তাঁদের জন্য আমি আজকে টিপস্ নিয়ে এসেছি…. এভাবে চুলে নিয়মিত যত্ন নিলে অনেক সমস্যাই সমাধান হবে।একইভাবে স্ক্যাল্প তার প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা পাবে ….খুশকিও নিয়ন্ত্রণে থাকে।
৩ হেয়ার প্যাকে চুলের খুসকি দূর হবে
খুশকি দূর করার জন্য অনেকে কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহার করে,,, কিনতু এসব চুলে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হয়ে যায়,, তাই সবচেয়ে ভালো হয় ঘরোয়া উপায় মেনে প্রতিকার করতে পারলে। চলুন জেনে নেওয়া যাক খুশকি দূর করার ঘরোয়া উপায়-
1। মেথি তেল ও লেবুর ব্যবহার: মেথি তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে খুশকি দূর হবে দু দিনে,,,, এর জন্য মেথিতেল সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর স্ক্যাল্প ও চুলে ভালো করে ম্যাসাজ করুন। এভাবে রেখে দিন অন্তত আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে নিন।
চিরতরে খুসকি দূর করার ৩ উপায়
2। নিমের হেয়ার প্যাক: নিমের মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ড্যানড্রফ সারিয়ে তোলে। এর অ্যান্টি ফাঙ্গাল উপাদানও স্ক্যাল্প ভালো রাখে। খুশকি গোড়া থেকে নির্মূল করে। কয়েকটি নিম পাতা বেটে নিন। এরপর একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল নিন। দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তা আপনার স্ক্যাল্পে ও চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
চুল পড়া ও খুশকি দূর করার উপায়
3। টক দই হেয়ার প্যাক: খুশকি দূর করতে টক দই বেশ কার্যকর। টক দই ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে,, এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল ঝলমলে সুন্দর হবে, খুশকিও থাকবে না।
আরোও পড়ুন,
Beetroot Benefits: বীটরুট খাওয়ার নিয়ম ও উপকারিতা
How To Get Fair Skin: ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার ৩ ঘরোয়া উপায়