Spread the love

একটি উজ্জ্বল সুন্দর মুখ সকল মেয়েরা চায়…. কিনতু একদম পরিস্কার ত্বক পাওয়া খুবই মুশকিল….. সবাই চায় নরম কোমল ত্বক যা হবে ফ্রেশ আর উজ্জ্বল ঝলমলে। কিনতু ত্বকের কালো দাগ আপনার অতি সুন্দর চেহারা নষ্ট করে দিতে পারে….. তাই আসুন মুখের ত্বকের কালো দাগ কিভাবে সহজে দূর করা যায় তা জেনে নিই…..

IMG_20240820_164420-edited How To Remove Dark Spots On Face: মুখের কালো দাগ দূর করার ৫ টিপস্

✓✓মুখের কালো দাগ কেন হয়মুখের উপর কালো দাগ সাধারণত হাইপারপিগমেন্টেশনের কারণে হয়ে থাকে। যখন আপনার ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি মেলানিন উৎপন্ন করে, তখন কালো দাগ দেখা যায়!

✓✓ সূর্যের অতিরিক্ত এক্সপোজারদীর্ঘ সময় ধরে আপনার ত্বককে রোদে রাখলে কালো দাগ পড়ে।

✓✓ হরমোনের পরিবর্তন গাঢ় দাগ মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে গর্ভাবস্থায়। এটি প্রধানত তীব্র হরমোনের পরিবর্তনের কারণে হয়।

মুখের দাগ দূর করার কার্যকারী উপায়

✓✓ মুখের চুল অপসারণ থ্রেডিং, ওয়াক্সিং এবং টুইজিং এর ফলে ছিদ্রগুলি ফুলে যেতে পারে। এর ফলে মুখে কালো দাগও দেখা দিতে পারে, বিশেষ করে যাদের ত্বকের ধরন সংবেদনশীল তাদের মধ্যে।

মুখের ত্বকের কালো দাগ দূর করতে যা করবেন —-

১. কমলার খোসা গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ত্বকের দাগ দূর হবে এবং ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে।

২. ঘুমাতে যাওয়ার আগে এলোভেরা জেল লাগিয়ে ঘুমান। দেখবেন ত্বক ব্রণ মুক্ত থাকবে।

৩. দিনে কমপক্ষে দুই বার ভাল ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।

৪. টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন রয়েছে যা ত্বকের কালো দাগ তুলতে কার্যকর…. আপনার ত্বকে টমেটোর পেস্ট বা পাল্প লাগালে আপনার মুখে একটি প্রাকৃতিক আভা আনতে পারে এবং এটি নরম এবং মসৃণ বোধ করতে পারে।

মুখের কালো দাগ দূর করার উপায় ছেলেদের

৫. যাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল আছে তার ঘুমানোর আগে শসা বা আলু কুড়িয়ে চোখের চারপাশে কিছুক্ষণ রাখুন।

৬. মুখের কালো দাগ, বয়সের ছাপ, বিসন্নতা, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত।

আরোও পড়ুন,

Kidney Disease Symptoms: কিডনি রোগের ৫ লক্ষণ ও প্রতিকার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *