মুখে কালো ছোপ সকলেরই বিরক্তি লাগে।। দাগহীন মুখ দেখতে সকলেরই ভালো লাগে।। ডার্ক স্পট সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাইরে ঘোরাফেরা, সানবার্ন ও অতিরিক্ত ঘামের কারণে আমাদের শরীরে পিগমেন্টেশন দেখা দেয়। অর্থাৎ ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি হলে এমন দাগ দেখা দিতে পারে। যেসব জায়গা সূর্যরশ্মির সরাসরি সংস্পর্শে আসে, কিংবা বেশি ঘামে, সেসব জায়গায় এসব দাগ দেখা দেয়। এমনকি অল্প বয়সে ত্বক বুড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে অ্যান্টি ট্যান ট্রিটমেন্টের মাধ্যমে দাগ সরিয়ে ফেলতে হবে। কিনতু পরবর্তিতে ত্বকে নানান সমস্যা দেখা দেয় —-
ত্বকের দাগ দূর করার প্রাকৃতিক উপায়
১/ কালচে ভাব দূর করতে টকদই, হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন। ১৫ মিনিট।। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।।
আরোও পড়ুন,
Pimple Removal Cream: ব্রণ ও ব্রণের দাগ দূর করার সেরা ৩ ক্রিম
২/ এরপর মধু ও মুলতানি মাটির সঙ্গে মিলিয়ে মুখে লাগান। এতে ত্বক উজ্জ্বল হবে।
৩/ অর্ধেক টমেটো পেস্ট করে নিন, তার সঙ্গে নিন ২ চামচ কাঁচা দুধ , প্যাকটি তৈরি করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়
৪/ মুখের সমস্ত দাগছোপ দূর করতে কাঁচা দুধ নিন। …সঙ্গে এক চামচ হলুদ নিন। কাঁচা হলুদও ত্বকের দাগছোপ দূর করতে দারুণ উপযোগী। ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে হলুদ। তাছাড়া রূপচর্চায় হলুদের ব্যবহার নতুন নয়। এবার এই মসৃণ ফেসপ্যাক ভাল করে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
আরোও পড়ুন,
শীতের ফলের রাজা কমলালেবুর খোসাতে লুকিয়ে আছে ত্বকের সৌন্দর্য্য