Spread the love

How To Remove Makeup At Home – মেকাপ তোলার নিয়ম

Skin Care Tips: মাঝরাতে পার্টি করে বাড়ি ফিরেছেন। তখন আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত থাকেন। ইচ্ছে করছে মেকাপ না তুলেই জাস্ট কোনো মতে ফ্রেশ হয়েই বিছানায় শুয়ে পড়তে? এদিকে বাজারে মেকাপ রিমুভার যেসমস্ত জিনিসপত্র পাওয়া যায়, তাতেও ঝামেলা প্রচুর! তাহলে উপায়? টেনশন নেবেন না। আপনার মেকাপ তোলার সহজ নিয়ম, নিয়ে চলে এসেছি ঘরোয়া উপায়…..

IMG_20230731_223945-1690823395189 How To Remove Makeup At Home: মেকাপ তোলার নিয়ম

How to remove makeup step by step


যে পরিমাণ ধৈর্য ধরে মেকআপ করেন, সেই একই সময় নিয়ে মুখ পরিষ্কার করেন না অনেকেই। ফলে, ত্বকের উপর জমতে থাকে ময়লা, ব্যাকটেরিয়া।
আবার অনেকে চটজলদি মেকআপ তুলতে গিয়ে ত্বকের উপর বেশি চাপ দিয়ে ফেলেন। এই সব অভ্যাসই আপনার ত্বকের ক্ষতি করে।

How to remove makeup naturally for oily skin

ফেসওয়াশ দিয়ে মেকআপ তুলবেন না। প্রথমে মেকআপ রিমুভার বা ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপ পরিষ্কার করুন। মেকআপ রিমুভার ব্যবহারের পর তুলোর বল বা ওয়েট টিস্যু দিয়ে মুখের উপর খুব বেশি চাপ দেবেন না। আস্তে আস্তে মেকআপ তুলুন।

How to remove makeup with coconut oil

চোখের মেকআপ তোলার ক্ষেত্রে একটু সতর্কতা মেনে চলুন। মাস্কারা, আইলাইনার ওয়াটার প্রুফ হলে আগে পেট্রোলিয়াম জেলি মেখে নিন। তারপর ধীরে ধীরে তার তুলে ফেলুন। হালকা মেকআপ তোলার পর আপনি রোজের ফেসওয়াশই ব্যবহার করতে পারেন। কিন্তু ভারী মেকআপের ক্ষেত্রে ডবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ পরিষ্কার করুন। মেকআপ তোলার পর, ফেসওয়াশ করলেই কাজ শেষ হবে না। এরপর ত্বকের যত্ন নিতে মুখে অবশ্যই ময়েশ্চারাইজার ও টোনার লাগান। টোনার ব্যাবহারের সময় লক্ষ রাখবেন টোনারটি যাতে অবশ্যই আপনার ত্বকের উপযোগী হয়। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের জন্য টোনার খুবই গুরুত্বপূর্ণ। হাতের কাছে টোনার না থাকলে এর পরিবর্তে শসার রসে মধু মিশিয়েও ব্যাবহার করতে পারেন।

মেকাপ তোলার সঠিক উপায়

এবার চোখের চারপাশে আইক্রিম মাসাজ করে নিন। এটি আপনার চোখের চারপাশের ত্বককে কালো ছোপ এবং ভাঁজ পড়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করবে।

ঘরোয়া উপায়ে আপনি নারকেল তেলের সাহায্যে মেকাপ তুলতে পারেন:

নারকেল তেল
মুখে মেকাপ তোলার ক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করে একবার দেখতে পারেন,,,দেখবেন আপনার সাধের ওয়াটার প্রুফ মেকআপও ধুয়ে মুছে এক্কেবারে সাফ হয়ে যাচ্ছে!নারকেল তেলে প্রচুর ফ্যাটি অ্যাসিড থাকে, যা আপনার ত্বকের গভীরে গিয়ে মেকাপ তুলতে সাহায্য করবে।

মেকআপ তোলার ঘরোয়া পদ্ধতি

পদ্ধতি
তুলোয় করে জাস্ট নারকেল তেল নিয়ে মুখে লাগান। এবার ভালো করে ম্যাসাজ করে ঘষে ঘষে মেকাপ তুলে ফেলুন।

আরোও পড়ুন,

Tags – Skin Care, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *