অনেকের বয়স না হতেই বয়স্ক লাগে,, ত্বকে কেমন বয়সের ছাপ পড়ে যায়। চোখের পাশে, গালে, ঠোঁটের পাশে বলিরেখা দেখা যায়। বর্তমান সময়ের ব্যস্ততা, মানসিক চাপ, মেকআপের এফেক্ট বয়সের আগেই বলিরেখা পড়ে যায় মুখে। অনেকেই এই সমস্যা তাড়ানোর জন্য অনেক নামী দামী প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু তাতে যেহেতু কেমিক্যাল থাকে সেহেতু এটা ত্বকের ক্ষতি করে। ফলে এই সমস্যা দূর করতে হলে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে উপরই ভরসা করা উচিত। ঘরোয়া উপায়ে কীভাবে ত্বককে ভালো রাখবেন দেখুন। কিভাবে ত্বকের রিংকেল দূর করবেন দেখে নিন ——
1। নারকেল তেল বলিরেখা দূর করতে ভীষণই উপকারী। বলিরেখা যদি দূর করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন নারকেল তেল। দেখুন কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল।
✓✓ এলোভেরা জেল এবং নারকেল তেল: প্রথমে এলোভেরা জেলটি বের করে নিন পুরো, তারপর তার সঙ্গে নারকেল তেল মেশান। এবার দুটি উপকরণ ভালো করে মিশিয়ে ভালো করে ম্যাসাজ করুন। সকাল বেলা উঠে ধুয়ে ফেলুন। রোজ রাতে কিংবা স্নানের আগে এটা ব্যবহার করুন।
চোখের রিংকেল দূর করার উপায়
✓✓ মুখের এক্সারসাইজ মুখের চারপাশের রিংকেল প্রতিরোধ করতে ফেসিয়াল এক্সারসাইজের প্রয়োজন। এর জন্য তর্জনীর সাহায্যে ঠোঁটের দুই কর্নার হালকা ভাবে চেপে ধরুন। এবার আঙ্গুলে চাপ ঠিক রেখে; চাপের বিপরীতে ঠোঁটের দুই কর্নার একটি আরেকটির উপর চেপে ধরুন।এভাবে ৫-১০ সেকেন্ড ধরে থাকুন।
চেহেরার বয়স্ক ভাব দূর করার উপায়
✓✓ গ্রিন টি: গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষগুলোতে থাকা ফ্রি রেডিক্যাল কমায়। গ্রিন টি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি যা ত্বকের ক্ষতি করে সেসব থেকেও ত্বককে সুরক্ষিত রাখে। এটি অকাল বার্ধক্য কমাতে সাহায্য করে ,,তাই দিনে ২ কাপ গ্রিন টি পান করা ত্বকের পক্ষে উপকারী।
মুখের চামড়া টাইট করার উপায়
✓✓ দুধের সর ও কফি গুঁড়ো দিয়ে একটু প্যাক তৈরি করুন,, এই প্যাক ভাল করে মুখে ম্যাসাজ করুন। দু থেকে তিন মিনিট ম্যাসাজ করার পর ওই মিশ্রণটি মুখের মধ্যে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি উজ্জ্বল করবে আপনার ত্বক এবং দূর করবে বলিরেখা।
আরোও পড়ুন,