Spread the love

How To Use Aloe Vera On Face – অ্যালোভেরা জেল মুখের ব্যবহারের নিয়ম


উজ্জ্বল ও সুন্দর ত্বক (Glowing Skin)পেতে কে না চায় বলুন ,, আপনার হাতের কাছে একটি উপাদান থাকে তাহলে আপনি সুন্দর ত্বক পেতে পারেন।। । আপনি হয়তো ভাবছেন কোন উপাদানের সাহায্যে এত সহজে সুন্দর এবং কোমল ত্বক পাওয়া সম্ভব! তাহলে বলি প্রায় সবার বাড়িতেই থাকে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরার পাতা থেকেই বের করে নিতে পারেন অ্যালোভেরা জেল। যার সাহায্যেই আপনার ত্বক সুন্দর ও কোমল রাখতে পারেন।


IMG_20230719_214859-1689783560261 How To Use Aloe Vera On Face - অ্যালোভেরা জেল মুখের ব্যবহারের নিয়ম

Aloe vera on face everyday results


প্রথমে জানুন অ্যালোভেরা গুণ- ত্বকের বলিরেখা মলিন করে ,, ত্বকের বয়স রুখে দিতে ও ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরার অনেক গুণ আছে। কারণ, অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়।


অ্যালোভেরা সানবার্ন সারায়

এখন যা রোদের দাপট, তাতে ত্বকে সানবার্ন হয়ে যায়।। সেই নির্দিষ্ট স্থানে নিয়মিত অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। ত্বকে অ্যালোভেরা জেল লাগালে সেখানে একটি সুরক্ষিত স্তর তৈরি করে।

আপনার ব্রণ থাকলে এভাবে ব্যবহার করুন

অ্যালোভেরা জেল শুধুই ত্বকের জেল্লা ফেরায় না, বরং আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও ঠিক করে দিতে পারে। কারণ, এতে হিলিং উপাদান আছে, যা ত্বকের প্রদাহ কমায়।

When to use aloe vera gel in skincare routine

ত্বকের আর্দ্রতা বজায় রাখে

ময়শ্চারাইজার ক্রিম আপনার ত্বকে অবশ্যই ব্যবহার করা উচিত। কিন্তু আপনার ত্বক ভালো রাখার জন্য় আপনি ময়শ্চারাইজার ক্রিমের পরিবর্তে অ্য়ালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয়

কোন উপাদান মিশিয়ে বাড়িতে বানাবেন অ্যালোভেরা জেল

অ্যালোভেরার পাতা থেকে চামচ দিয়ে জেল বের করে নিন। পাতা কাটলেই দেখবেন তার মধ্যে তরল রয়েছে, সেই তরলের কথাই আমরা বলছি। সেটি ভালো করে ব্লেন্ড করতে হবে। এর মধ্য়ে মিশিয়ে দিন ভিটামিন ই ক্যাপসুল। সামান্য পরিমাণে গোলাপ জল মেশাতে পারেন।


How to use aloe vera gel as moisturizer

ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে তার মধ্যে থেকে তরল এই জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটিই ত্বকে প্রয়োগ করুন।


ত্বক আর্দ্র বা হাইড্রেটেড রাখতে হলে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকের জন্য ন্যাচারাল ময়শ্চার হিসেবে ব্যবহার করা যায়।


মুখে থাকবে না কালো কালো ছোপ অ্যালোভেরার উপকার


ত্বকের জ্বালাপোড়া ভাব, লাল হয়ে যাওয়া বা র‍্যাশের সমস্যা কমিয়ে দেয় অ্যালোভেরা।


এছাড়াও ত্বকের জেল্লায় বাড়ায় এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে। বরফের টুকরো এবং অ্যালোভেরা জেল একসঙ্গে নিয়ে ত্বকে ম্যাসাজ করলে উজ্জ্বলতা বৃদ্ধি পায়।


আরোও পড়ুন,


Tags – Skin Care, Skin Tips, Aloe Vera

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *