Chia Seeds Hair Mask Benefits: চিয়া সিড শুধু ত্বক ও স্বাস্থ্যের খেয়াল ই রাখে না,,, বরং চুলের যত্নেও কিনতু কাজে আসে…..নিস্তেজ চুলে প্রাণ জোগায় চিয়া সিড। কোকড়া চুল সোজা ও করে এই চিয়া সিড…..এই বীজের মধ্যে জিঙ্ক রয়েছে, যা চুলকে ইউভি রশ্মি, দূষণ ইত্যাদি হাত থেকে চুলকে প্রতিরোধ করে। নতুন চুল গজাতে এবং চুলের টেক্সচার উন্নত করতে সাহায্য করে চিয়া সিড।
চুলের যত্নে চিয়া সিডের হেয়ার প্যাক
সকলে এখন চুল সোজা করছে,, কোকড়া চুলের জামানা যেনো শেষের দিকে….. কিন্তু তাতে খরচও হয় অনেক বেশি। তাই আর দেরি না করে জেনে নিন এক ঘরোয়া হেয়ার মাস্কের সন্ধান। এই হেয়ার মাস্ক চুলে লাগালে রাতারাতি চুল হবে সোজা…. এবং জেল্লা বাড়বে দেখার মতো…….
চুলের যত্নে চিয়া সিডের উপকারিতা–
১) চিয়া সিডের মধ্যে প্রোটিন ও ফসফরাস রয়েছে, যা মজবুত চুল গঠনে সাহায্য করে।
২) চিয়া সিডের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল পড়া কমে।
৩) এটি ব্যবহার করলে স্ক্যাল্প ভাল থাকলে চুলের বৃদ্ধিও ভাল করে ঘটে।
ঘন ও লম্বা চুলের জন্য ব্যবহার করুন চিয়া সিডের হেয়ার প্যাক
চুলের যত্নে চিয়া সিডের হেয়ার প্যাক–
1। চুলের যত্নে চিয়া সিডের হেয়ার মাস্ক দুর্দান্ত কাজ করে। বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিয়া সিডের হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক বানাতে গ্লাসে জলে ১ চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন। চিয়া সিড জেলের আকার ধারণ করলে এতে ৬ চামচ নারকেল তেল, ২ চামচ এলোভেরা জেল মিশিয়ে নিন। ৫-১০ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পুও করে নিতে পারেন।
chia Seeds Benefits For hair
2। একটি সসপ্যানে পরিমাণ মতো জল নিয়ে হালকা আঁচে ফোটান। এবার তাতে যোগ করুন ১ চামচ ভিটামিন ই অয়েল। এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিন। ঠান্ডা হওয়ার পরে সেই ঘন মিশ্রণ ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রাখুন। তৈরি আপনার হেয়ার মাস্ক। চুল কয়েক ভাগে ভাগ করে নিয়ে জল স্প্রে করুন। এবার এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে ও চুলের গোড়ায় ভালোভাবে লাগান। তারপর চুলেও লাগিয়ে নিন। এবার ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
আরোও পড়ুন,
Coconut Oil For Hair: চুল পড়া বন্ধ করা তেলের নাম