Spread the love

How To Use Onion Oil For Hair Growth – পেঁয়াজের তেল বানানোর পদ্ধতি


চুলে পেঁয়াজ ব্যবহারের নিয়ম : চুল ভালো রাখার জন্য আপনারা চোখ বন্ধ করে পেঁয়াজ রস অ্যাপ্লাই করতে পারেন….অনেকেই নানা দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তবে এইসব এর ওপরেও এই ঘরোয়া জিনিসটি আপনার চুলের গোঁড়া থেকে চুলকে মজবুত করে….পেঁয়াজ আপনার চুলের জন্যও খুব উপকারী বলে মনে করা হয় । পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনার চুল কালো, লম্বা ও ঘন করে।


IMG_20230922_111918-1695361833572 How To Use Onion Oil For Hair Growth - পেঁয়াজের তেল বানানোর পদ্ধতি

How to use onion oil for hair growth Reviews

পেঁয়াজের গুণে চুলের নানা সমস্যা সমাধান হয়। তাই পেঁয়াজের তেল চুলে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেনই। বাড়িতে পেঁয়াজের তেল কীভাবে বানাবেন? বিস্তারিত পড়ুন …..


চুলের যত্নে পেঁয়াজের গুণ নিয়ে বারবার আলোচনা করা হয়। পেঁয়াজ চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। স্ক্যাল্পের নানা সমস্যাও সমাধান করে।

চুল সহজেই পাতলা হওয়া থেকে আটকায়….পেঁয়াজের রসে আছে সালফার, যা আপনার চুলের জন্য খুবই ভালো। এটি চুলকে আরও বেশি জেল্লা দেয়। চুলের বৃদ্ধিতে সাহায্য করে।


How to use onion oil for hair growth overnight


পেঁয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও আছে, যা আপনার স্ক্যাল্পে নানা সংক্রমণ সহজেই সারিয়ে তোলে। তাই পেঁয়াজের তেল ব্যবহারে চুলের যথেষ্ট উপকার হয়। সহজে চুল পড়ে না। চুলের ফলিকলও মজবুত হয়।


পেঁয়াজের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস আছে। যা আপনার চুল পড়ার সমস্যা কমায়। এবং নতুন চুল গজাতে সাহায্য় করে। এছাড়া পেঁয়াজের রসের মধ্য়ে এমন কিছু উপাদান আছে, যা প্রয়োজনীয় এনজাইমের উৎপাদন বাড়ায় এবং তাদের কার্যক্ষমতা বাড়ায়।


IMG_20230922_112018-1695361833095 How To Use Onion Oil For Hair Growth - পেঁয়াজের তেল বানানোর পদ্ধতি

পেঁয়াজের তেল কিভাবে তৈরি করতে হয়

হাতের তালুতে পরিমাণ মতো এই পেঁয়াজের তেল নিন। সেটি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিন। চুলের গোড়ায় এবং চুলেও লাগিয়ে নেবেন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। নতুন চুল গজাতে সাহায্য় করে এই তেল।


পেঁয়াজের রস কি চুল গজাতে পারে


কিভাবে তৈরি করবেন —-


প্রথমে পেঁয়াজ মোটামুটি করে কেটে নিন । এছাড়াও এতে আমলা যোগ করুন এবং একটি মিক্সারে উভয় জিনিসই ভালো করে ব্লেন্ড করুন। আপনি চাইলে আলাদা করে ব্লেন্ড করতে পারেন তবে এর জন্য আপনাকে একেবারেই জল ব্যবহার করতে হবে না। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নারকেল তেল দিন । এর পর ব্লেন্ড করা পেঁয়াজ এবং আমলা দিন। এই তেলটি উচ্চ আঁচে গরম করুন এবং এটি ফুটে যাওয়া পর্যন্ত রান্না করুন।


পেঁয়াজের তেল বানাবেন যেভাবে


অনেকেই চুলে তেল দেওয়ার পরে খুব শক্ত হাতে মাথায় ম্যাসাজ করেন। যার ফলে ক্ষতি হয় চুলের এমনকী হেয়ার ব্রেকেজও হতে পারে। মাথায় তেল দেওয়ার পর হালকা হাতে ৫ মিনিট ম্যাসাজ করাই যথেষ্ট।


Read More,

How To Increase Hair Growth Naturally – চুল লম্বা করার ঘরোয়া সহজ উপায়



Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *