Spread the love

How to use rose water for eyes – চোখে গোলাপ জলের ব্যবহার


Rose water eye drops benefits : গোলাপ জলের উপকারিতা সবাই জানেন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি প্রদাহ কমায়,, মানসিক চাপ, ঘুমের অভাবের কারণে চোখে-মুখেও ক্লান্তি ছাপ দেখা যায়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে চোখের তলায় পড়ে। কিন্তু চোখের তলার কালচে ছোপ দূর করা কঠিন। তবে, গোলাপ জলকে ব্যবহার করে আপনি পেতে পারেন এই সমস্যা থেকে মুক্তি…..!


photogrid.collagemaker.photocollage.squarefit_202381152837391-1690883928126 How to use rose water for eyes - চোখে গোলাপ জলের ব্যবহার

Can we apply rose water directly on eyes


এতে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান

গোলাপ জলে আছে ট্যানিন, অ্যান্থোসিয়ানিন। গোলাপের নির্যাসে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপদানও থাকে। ফলে, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বকের লালভাব নিয়ন্ত্রণ করে। কোষকেও সুরক্ষিত রাখে।


গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করবো


সবচেয়ে সহজ উপায়ে গোলাপ জলে তুলোর বল ভিজিয়ে চোখের উপর চাপা দিয়ে রাখুন। ১৫ মিনিটে শুকিয়ে গিয়ে চোখের কোলের কালিও দূর করবে, ত্বক ময়শ্চারাইজও করবে।


rose water good for under eye circles


শসা কুচিয়ে তার রস বের করে নিন। শসার রসের সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটা কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এবার এতে তুলোর বল ভিজিয়ে চোখের উপর চাপা দিয়ে রাখুন। ২০ মিনিট পর তুলোর বল উঠিয়ে ফেলুন….এতেও কাজ হবে।


আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে ১ চামচ গোলাপ জল মেশান। এই মিশ্রণে তুলোর বল ভিজিয়ে চোখের উপর চাপা দিয়ে রাখুন ১৫ মিনিট। জল দিয়ে ধুয়ে ফেলুন।


গোলাপ জলে দুটো টি ব্যাগ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। জল থেকে তুলে ফ্রিজে রাখুন। ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রেখে শুয়ে থাকুন। ডার্ক সার্কল দূর করার পাশাপাশি টোনার হিসেবেও কাজ করবে টি ব্যাগ।


Can rose water remove dark circle


ত্বকের সজীবতা ধরে রাখতে

সব সময় কি মেকআপ ব্যবহার করে ফ্রেশ দেখানো সম্ভব? অনেক সময় বাহিরে বের হওয়ার আগে মেকআপ ছাড়া মুখটা কেমন একটু ক্লান্ত দেখায়। তাই ত্বকের সজীবতা ফিরিয়ে আনতে ঘুম থেকে উঠে সকালে মুখে গোলাপ জল স্প্রে করতে পারেন। এতে ত্বককে দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।


ব্রণ হওয়ার প্রবণতা কমায়

রোজ ওয়াটারে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক অ্যান্টিমাইক্রোবিয়াল, যা ব্রণ প্রতিরোধকারী হিসেবে কাজ করে। গোলাপ জল ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধের পাশাপাশি ত্বকের দাগ কমাতেও সাহায্য করে।

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার

সাধারণ জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন। এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এই উপায়ে আপনার চোখের উপর চাপ কমবে। ধীরে ধীরে চোখের ফোলা ভাব দূর হয়ে যাবে।


পোরস ছোট করে

আমাদের ত্বকের পোরস কিংবা লোমকূপ থেকে সব রকমের ময়লা বের করে ফেলে গোলাপ জল। এতে ব্রণ কিংবা একনে হওয়ার প্রবণতা কমে আসে।


আরোও পড়ুন,

ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার কারণ – What lightens the skin naturally



Tags – Rose Water, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *