Spread the love

How To Use Rose Water On Face: গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করে

আমাদের সকলের জানা গোলাপ জলে অনেক গুণ রয়েছে। বিশেষ করে রূপচর্চায় গোলাপ জল দারুণ ভাবে কাজে লাগে। ত্বকের যত্নে কীভাবে গোলাপ জল ব্যবহার করবেন দেখে নিন।অনেকসময় বেশি গরমের জন্য ত্বকে বিভিন্ন ধরনের র‍্যাশ দেখা দেয়। এইসব র‍্যাশ, ইনফেকশন দূর করতে কাজে লাগে গোলাপ জল –


IMG_20230613_105954-1686635759969 How To Use Rose Water On Face - গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করে

How To Use Rose Water On Face Overnight

ক্লেনজার অর্থাৎ মুখ পরিষ্কার করার উপকরণ হিসেবেও গোলাপ জল কাজে লাগে। মেকআপ তোলার ক্ষেত্রেও গোলাপ জল ব্যবহার করতে পারেন।


ত্বক মোলায়েম রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও সাহায্য করে রোজ ওয়াটার বা গোলাপ জল। তাই দিনে দু’বার গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।


গরমে ত্বকের পরিচর্চা‌ করার সময় তুলোর বলে গোলাপ জল নিয়ে মুখে লাগিয়ে নিন। এতে ত্বকের মধ্যে সতেজতা পাবেন আর ত্বক শীতল হবে।


How To Use Rose Water On Face At Night


ত্বকের পিএইচ লেবেল বজায় রাখে: ত্বকের পরিচর্যার ক্ষেত্রে পিএইচ লেবেল রাখা জরুরী। দূষণ ও সূর্যের অতিবেগুনি রশ্মি ইত্যাদির জন্য ত্বক খুবই ক্ষতিগ্রস্ত হয়। এতে এই পিএইচ লেবেলে পার্থক্য হয়, এর জন্য ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। গোলাপ জল এই লেবেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বককেও সতেজ রাখে।


গোলাপ জল মুখে মাখলে কি হয়


IMG_20230613_105912-1686635760256 How To Use Rose Water On Face - গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করে

How To Use Rose Water On Face For Acne

২ চামচ গোলাপ জলের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে প্রত্যেকদিন ২ বার করে ব্যবহার করুন। ময়শ্চারাইজারের কাজ করবে।


গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করবো

গরমকালে ত্বকের সমস্যা লেগেই থাকে,, ত্বকের অ্যালার্জি বা যেকোনও সমস্যা থেকে মুক্তি পেতে গোলাপ জলের সঙ্গে পরিমাণ মতো চন্দন গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন। আরাম পাবেন।।


ত্বকের জ্বালা এবং লালভাব প্রশমিত করে: গরমকালে অনেকক্ষণ রোদে থাকলে ত্বকে লালভাব দেখা যায়। একইসঙ্গে ত্বক শুষ্ক হয়ে ওঠে এবং চুলকোয়। অতিরিক্ত রোদে পোড়ার কারণেই এমনটা হয়। এক্ষেত্রে ভালো কাজ করে গোলাপ জল। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের কারণে ত্বক শীতল এবং শান্ত হয়।


আরও পড়ুন,

Best Night Cream For Glowing Skin – বিশ্বের সেরা নাইট ক্রিম



Tags – Rose Water benefits, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *