Categories: Blog

How To Use Rosemary Water For Hair Growth : চুলের যত্নে রোজমেরি অয়েলের ব্যবহার

Spread the love

How To Use Rosemary Water For Hair Growth: চুলের যত্নে রোজমেরি অয়েলের ব্যবহার


চুলের যত্নে প্রয়োজনীয় বিভিন্ন এসেনশিয়াল অয়েলের মধ্যে রোজমেরি অয়েল অন্যতম। চুল গজানো থেকে শুরু করে চুলের ঔজ্জ্বল্য ও প্রাণ ফিরিয়ে আনতে, এই তেল সাহায্য করে।।  রোজমেরি তেল দিয়ে বা শুকনো রোজমেরি পাতা দিয়ে চুলের পরিচর্যা করা সম্ভব।বেশ কিছু বছর ধরেই বিউটি ওয়ার্লডে জনপ্রিয় হয়েছে এসেনশিয়াল অয়েল। রোজমেরি এসেনশিয়াল অয়েল তাদের মধ্য়ে অন্যতম। 


Can I use rosemary water on my hair everyday

এই এসেনশিয়াল অয়েলের গুণে শুধু ত্বকই ভালো থাকে এমন কিন্তু নয়, পাশাপাশি চুলের বৃদ্ধিও হয় দেখার মতো। রোজমেরি অয়েল(Rosemary Oil) অতিরিক্ত চুল ওঠা বন্ধ করতেও সাহায্য করে। 


রোজমেরি অয়েল কী?

একটি জনপ্রিয় ভেষজ রোজমেরি। এশিয়ার বিশেষ স্থানে পাওয়া যায়। এই গাছের পাতাগুলো সরু সরু হয়, অনেকটা সূচের মতো। গোলাপি, সাদা, পার্পল এবং নীল রঙের ফুলে গাছ ভরে থাকে। রোজমেরি অয়েলের টেক্সচার হালকা, নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বকের ছিদ্র সহজে আটকে যায় না৷ তাছাড়া এটা চুল পড়ায় ব্যবহৃত ওষুধ মিনোক্সিডিলের মতই সমানভাবে কার্যকরী। 


Rosemary water recipe for hair growth


রোজমেরি গাছের পাতা থেকে নির্যাস বের করা হয়। সেই নির্যাস থেকেই এসেনশিয়াল অয়েল তৈরি করা হয়। রোজমেরি অয়েলে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান।


চুলের যত্নে ব্যবহার করুন রোজমেরি অয়েল,


রোজমেরি অয়েল কি চুল পড়া বন্ধ করতে পারে?

রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

রোজমেরি অয়েল স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো।

রোজমেরি অয়েলে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান আছে। যা খুশকির সমস্যা কমাতে সাহায্য করে।

চুলের ফলিকল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। 


Rosemary water spray for hair growth


কী ভাবে ব্যবহার করবেন?

রোজমেরি অয়েলের সাহায্যে আপনি হট অয়েল ট্রিটমেন্ট করতে পারেন। এটি আপনার চুল ডিপ কন্ডিশন করতে সাহায্য করে। একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল নিন। এর মধ্য়ে ২-৪ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এই দুই উপাদান ভালো করে মিশিয়ে নিন। এবার হালকা আঁচে এই তেল গরম করে নিন। তেল খুব গরম করে ফেলবেন না। তারপর তুলোর সাহায্যে এই তেল স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। স্ক্যাল্প ভালো করে মালিশ করে নিন। একটি তোয়ালে দিয়ে মাথা জড়িয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করুন।


Can you leave rosemary water in your hair


মনে রাখবেন

রোজমেরি অয়েল কখনোই খালি ব্যবহার করবেন না। এর সাথে অন্য একটি তেল তেল অবশ্যই ব্যবহার করবেন। প্রয়োজনের চাইতে বেশি রোজমেরি অয়েল ব্যবহার করলে মাথার ত্বকে যন্ত্রণা হতে পারে, অ্যারোমাথেরাপিস্ট-এর পরামর্শ নিন।


Read More,

How Much Biotin Should I Take Daily For Hair Growth : বায়োটিন খাওয়ার নিয়ম



Tags – Hair Growth, Hair Tips

Bristy

Leave a Comment

Recent Posts

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

10 hours ago

5 Ways of Sun Tan Removal: ত্বক থেকে ট্যান দূর করার উপায়

How To Remove Tan From Face: এই প্রখর রোদ ও ঘামের কারণে ত্বকের ওপর ট্যান…

4 days ago

Summer Health Tips: এতো গরমে শরীর ও পেট ঠান্ডা রাখার উপায়

এই কদিন ধরে গরমের যা তীব্রতা,, তাতে প্রাণ যায় যায়….এই তীব্র গরমে শরীর ও পেটকে…

5 days ago

Dahi: টাকে চুল গজাবে টক দইয়ের সাহায্যে

Ingredient: চুলের যত্নে আজও প্রাচীন কালের ঘরোয়া টোটকা গুলো কাজে আসে…. এখন যতো রকমের তেল…

1 week ago

How To Increase Hair Density Female: ১০ দিনে পাতলা চুল ঘনো করার উপায়

এখন যেনো ঘরে ঘরে একি সমস্যা চুল পড়ার সমস্যা….. চুল পড়ার অনেকগুলি কারণ রয়েছে….পরিবেশের দূষণ,…

1 week ago

Vishwakarma Puja Date 2024: বিশ্বকর্মা পূজা ২০২৪ বাংলা তারিখ

হাতে গোনা আর কদিন পরেই বিশ্বকর্মা পুজো । বিশ্বকর্মা পুজোর মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ…

1 week ago