Spread the love

How To Use Turmeric For Skin Whitening: কাঁচা হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায়


How To Use Turmeric On Face : হলুদ ত্বকের অ্যান্টি-এজিং উপাদান হিসেবে ভালো কাজ করে। ডার্ক স্পট, বা বলিরেখার মতো সমস্যা দূর করতেও এই প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন।। আবার চোখের তলায় কালি দূর করতেও হলুদ বেটে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন। ধীরে ধীরে দাগ মলিন হতে শুরু করবে।। হলুদ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, গরমের এই মৌসুমে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে হলুদ লাগালে ত্বকের উন্নতি ঘটতে সক্ষম।।


IMG_20230817_125227-1692256956612 How To Use Turmeric For Skin Whitening - কাঁচা হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায়

Does turmeric lighten skin permanently


কাচা হলুদ মুখে মাখার উপকারীতা:


ত্বকের জেল্লা ফেরায় এভাবেই

হলুদে আছে অ্যান্টি অক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। যা আপনার ত্বকের নানা সমস্যা সমাধান করে। ত্বকের যত্নে বেশ গুরুত্বপূর্ণ এই হলুদ।

How to use turmeric on face for glowing skin

হলুদ ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে। ঘরোয়া রূপটানের হলুদের ফেসপ্যাকের ব্যবহার আপনার প্রাকৃতিক জেল্লা ফেরাতে পারে বলেই মনে করা হয়।


রোদের ক্ষতিকারক প্রভাবে আপনার ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগে না। ত্বকে সানবার্নের মতো সমস্যা দেখা দেয়। সানট্যান পড়ে। এটি দূর করতেও হলুদ বেটে মুখে লাগিয়ে রাখুন।।


Lemon and turmeric for skin whitening


হলুদের ফেসপ্যাক নিয়ম মেনে ব্যবহার করতেই পারলে ত্বক থেকে সানট্যান উঠে যেতে সময় লাগবে না।


হলুদের ফেস প্যাক:


১. দুই চামচ হলুদের সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন।

আপনি চাইলে এতে এক চামচ মধুও যোগ করতে পারেন। এবার এই পেস্টটি ভালো করে মিশিয়ে মুখে লাগান। সকালে ঘুম থেকে ওঠার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ফুরফুরে ও সতেজ দেখাবে।


কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা


২. সারা দিন রোদে ঘুরে ত্বকের হারানো জেল্লা যদি ফিরে পেতে চান, সে ক্ষেত্রে একটি বাটিতে ২ চামচ বেসন নিন। এর মধ্যে মেশান আধ চা চামচ হলুদ গুঁড়ো, ও গোলাপ জল। এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে মেখে রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

৩. বেসন খুব ভালো এক্সফোলিয়েন্টের কাজ করে। অর্থাৎ, আপনার মুখের মৃত কোষ সরিয়ে ফেলে ঝকঝকে জেল্লা ফিরিয়ে দেয়। এদিকে চন্দন বা চন্দনের তেল ত্বকের জন্য খুবই উপকারী। নানা সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে।


৪. একটি পাত্রে ২ চামচ বেসন নিন। ১ চামচ চন্দনগুঁড়ো নিন এবং এক চিমটে হলুদ মিশিয়ে দিন। মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন পেস্টটি যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়ে যায়। তা সরাসরি আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলে ক্লিনজার ও ময়শ্চারাইজার লাগিয়ে নিন।


লেবু ও হলুদ দিয়ে ফর্সা হওয়ার উপায়

***হলুদ মুখে কতক্ষণ রাখবেন****

হলুদের পেস্ট মুখে লাগান এবং মাস্কটি 10 – 15 মিনিটের জন্য বা সম্পূর্ণ শুকানো পর্যন্ত বসতে দিন। উষ্ণ জল দিয়ে মুখোশটি ধুয়ে ফেলুন এবং যথারীতি ময়েশ্চারাইজার লাগান।


Read More,

D Tan Face Pack At Home – ডি-ট্যান প্যাক তৈরি করুণ ঘরোয়া উপায়ে



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *