Spread the love

How To Whiten Skin Overnight Home Remedies: ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়


ত্বক উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা কতকিছু না করে থাকি,, ত্বক কালো হওয়ার মূল কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস- যেমন ভুল ডায়েট, সঠিক ত্বকের যত্নের অভাব, ঘুমের অভাব, অতিরিক্ত মদ্যপান সহ অনেক কিছু। তবে কিছু উপায় আছে যার মাধ্যমে আপনার ত্বক সেই উজ্জ্বলতা পেতে পারে।


IMG_20230622_203940-1687446590420 How To Whiten Skin Overnight Home Remedies - ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়

Home Remedy To Whiten Skin Fast


কি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়?

লেবু, কমলা, মোসাম্বি, জাম্বুরা, এগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুন কার্যকরী। কারণ এতে আছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিনস, যা স্কিনকে হাইড্রেটেট রাখে আর ন্যাচারালি স্কিনটোন ব্রাইট করতে হেল্প করে।

ভিটামিন সি কি ত্বক ফর্সা করে?

ত্বকের কালচে দাগছোপ দূর করে, উজ্জ্বলতা বাড়াতে কাজে লাগে ভিটামিন সি। এক্ষেত্রে ঘরে বানানো বিভিন্ন ফেস প্যাক বা ফেস স্ক্রাবের মধ্যে মিশিয়ে নিতে পারেন ভিটামিন সি।


ত্বক ভালো রাখার উপায় কি?

ত্বক ভালো রাখার টিপস


স্পঞ্জ-ব্লেন্ডার নিয়মিত পরিষ্কার করুন আপনার ব্যবহৃত স্পঞ্জ, ব্রাশ, তুলি, ব্লেন্ডার ব্যবহারের পর সেভাবেই ফেলে রাখবেন না। …


ময়েশ্চারাইজার ব্যবহার করুন অনেকে মনে করেন, স্ক্রাব ব্যবহার করুন …

সানস্ক্রিন ব্যবহার করুন

হেলদি ব্রেকফাস্ট


How Can I Whiten Skin Overnight


ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়,,,,


১/ দুধ

দুধ আপনার ত্বকের জন্য একটি দুর্দান্ত উপাদান। প্রতিদিন ঘুমানোর আগে দুধ লাগান। এছাড়া নিয়মিত দুধ খেলে আপনার ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়।

কাঁচা ঠান্ডা দুধেতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। এবার এই তুলোর বলটি আপনার ত্বকে ঘষুন। সারারাত রেখে সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


২/ নারকেল তেল

এটি নিয়মিত ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার ত্বককে গভীরভাবে হাইড্রেট করতে আপনাকে যা করতে হবে, তা হল কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ম্যাসাজ করুন। নারকেল তেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা, চোখের নিচের ডার্ক সার্কেল দূর করে।

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

৩/ বাদাম তেল

বাদামের তেল ত্বকের জন্য দারুণ। এটি ব্যবহার করলে একটি সুন্দর প্রাকৃতিক আভা দেয়। আঙুলের ডগা দিয়ে আলতো করে ম্যাসাজ করুন এবং এটি সারা রাত আপনার ত্বকে শুষে নিতে দিন।


IMG_20230622_203921-1687446590052 How To Whiten Skin Overnight Home Remedies - ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়

ছেলেদের ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়


৪/ গোলাপ জল

আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক বা সংমিশ্রণ যাই হোক না কেন, আপনি আপনার সৌন্দর্য বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। সামান্য তুলো গোলাপ জলে ডুবিয়ে সারা মুখে আলতো করে লাগান। এটি আপনার ত্বকে রেখে দিন সারা রাত এবং পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক সতেজ, নরম এবং মসৃণ করে তুলবে।


ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল করার উপায়

৫/ টক দই

দইয়ের ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরায়। ফেসপ্যাকে ব্যবহার করতে পারেন।


৬/.মধু

টমেটো আর মধুর প্যাক মুখে ব্যবহার করুন। টমেটো এই দাগ খুব ভালোভাবে হালকা করতে পারে।

একটি টমেটো ২ চামচ মধু নিন। একটি পাত্রে আগে টমেটো চটকে নিন। তার মধ্যে এবার মধু মিশিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে মেখে রেখে দিন ২০ মিনিট মতো। দেখবেন ত্বক সতেজ থাকবে।।


আরোও পড়ুন,

How To Remove Wrinkles From Face Quickly – কপালের বলিরেখা দূর করার উপায়



Tags – Skin Care, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *