Spread the love

Ice Fecial Benefits – গরমে আইস ফেসিয়ালের বেনিফিটস্


গরমে ত্বকে সানবার্নের সমস্যা থেকে শুরু করে অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যা সবারই হয়,,এর সমাধান রয়েছে আইস ফেসিয়ালে। গরমকাল মানেই সবকিছু ঠাণ্ডা জিনিস আমাদের পছন্দ হয়। তাই এই গরমে আপনার ত্বক সতেজ রাখতে বেছে নিন ‘আইস ফেসিয়াল’। এর ফলে আপনার ত্বকের জ্বালাভাব থেকে যেমন স্বস্তি পাবেন, তেমনই দূর হবে অন্যান্য অনেক সমস্যা। বিশেষ করে ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে, ত্বক থাকবে আর্দ্র। চোখের চারপাশেও এই বরফে টুকরো আলতো হাতে বুলিয়ে ম্যাসাজ করলে দারুণ আরাম পাওয়া যায়। চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেলের সমস্যাও কমে যায়।

IMG_20230227_145508-1677489980099 Ice Fecial Benefits - গরমে আইস ফেসিয়ালের বেনিফিটস্

Ice Water Fecial Benefits

আইস ফেসিয়াল করলে ঠিক কী কী উপকার পাবেন আপনি?

১। গরমকালে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, তা হল ত্বকের জ্বালাপোড়া ভাব। বিশেষ করে বাইরে থেকে ফিরলে এই সমস্যা বেশি করে অসুবিধায় ফেলে। গরমে আপনি যতই ছাতা, সানগ্লাস এবং করোনার কারণে মাস্ক ব্যবহার করুন, মুখ ঢাকা থাকলেও অনেকেরই ত্বকে এই জ্বালা ভাবের সমস্যা দেখা দেয়। সেখানে প্রথমে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। তারপর যেসব জায়গায় জ্বালাভাব কিংবা র‍্যাশ দেখা দিয়েছে সেখানে আইস কিউব অর্থাৎ বরফের টুকরো আলতো হাতে ঘষে নিন। চাইলে বরফের টুকরো গায়ে সামান্য মধু লাগিয়ে নিতে পারে। বিশেষ করে চোখের চারপাশে এই বরফে টুকরো আলতো হাতে বুলিয়ে ম্যাসাজ করলে দারুণ আরাম পাওয়া যায়।


গরমে ত্বকের যত্ন নিন বরফের সাহায্যে, জেল্লা ফিরবে অল্প সময়েই

২। বরফের টুকরো আলতো হাতে ঘষে সারা মুখে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয়। তাছাড়া বরফ জল টোনার হিসেবেও খুব ভালভাবে কাজ করে।


Ice rolling face benefits


IMG_20230227_145540-1677489979829 Ice Fecial Benefits - গরমে আইস ফেসিয়ালের বেনিফিটস্

আইস ফেসিয়াল

৩। ব্রনর সমস্যা কমায় এবং ত্বক আর্দ্র রাখে। তার ফলে ত্বক রুক্ষ কিংবা শুষ্ক লাগে না। আর ত্বকের তেলতেলে ভাব যেহেতু দূর হয় তাই ব্রনর সমস্যাও কমে যায় ধীরে ধীরে।


৪। গরমে ত্বকে সানবার্নের সমস্যা বেশি দেখা যায়। একটু সেনসিটিভ স্কিন হলে, লাল হয়ে যাওয়া বা অ্যালার্জি কিংবা র‍্যাশের সমস্যাও দেখা দেয় এই সময়ে। এই সব সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।


৫। আইস ফেসিয়ালের সাহায্যে ত্বকের ওপেন পোর্স পরিষ্কার হওয়ার পাশাপাশি আয়তনেও সংকুচিত হয়ে যায়।


৬। বরফের টুকরো নিয়ে আলতো হাতে সারা মুখে ঘষুন। এতে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে ত্বকের অতিরিক্ত তেল ক্ষরণের সমস্যাও কমবে। ত্বক হবে মসৃণ এবং সহজ।

আইস কিউব ফেসিয়াল


IMG_20230227_145601-1677489979375 Ice Fecial Benefits - গরমে আইস ফেসিয়ালের বেনিফিটস্
Read More,

Cold Facials

৭। এই আইস ফেসিয়াল ব্রণর সমস্যা কমায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর পাশাপাশি গরমে ত্বকের যে তেলতেলে ভাবের সমস্যা দেখা দেয়, তাও কমে যায়।


কখন ব্যবহার করবেন –

প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের মধ্যে জমে থাকা ধুলো, বালি দূর হয়ে যাবে। এরপর একটি নরম কাপড়ে বরফের টুকরোগুলো মুড়ে ত্বকের ওপর ঘষুন। বরফ গলে গেলে ওই নরম কাপড় দিয়েই ত্বক মুছে নিন।

এরপর একটি আইসপ্যাক নিয়ে ত্বকের ওপর ১-২ মিনিট রাখুন। সারকুলার মোশনে এটা ত্বকের ওপর ঘষতেও পারেন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন।



Tags – Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *