Spread the love

Importance of psychiatric nursing essay : একজন মানসিক স্বাস্থ্য নার্সের এই প্রাথমিক ভূমিকা হল মানসিক ব্যাধি, মানসিক স্বাস্থ্য সমস্যা বা আচরণগত সমস্যায় আক্রান্ত রোগীদের যত্ন প্রদান করা।। ।

বর্তমানে আমাদের দেশে প্রায় ৩ কোটি মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। কিংবা তারও বেশি মানুষ।। শতকরা হিসেবে বলা যায় প্রতি ১০০ জনে ১৬ জনের মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। শিশুদের ক্ষেত্রে এ সংখ্যাটা আরেকটু বেশি, প্রায় ১৮.৪ শতাংশ।

নার্সরা কেন মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেনসাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করতে সাহায্য করে যে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যত্ন পান ।

Role of nurse in mental illness

  • মানসিক স্বাস্থ্য নার্স এর কাজ কি

আপনার ভূমিকা হল একজন ব্যক্তির পুনরুদ্ধারের প্রচার এবং সমর্থন করা, তাদের স্বাধীন এবং পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করা ।মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষিত নার্স রয়েছেন ১২ হাজারের মতো। এই সংখ্যাগুলো দেখে যে কেউই বলবেন এত অল্প সংখ্যক চিকিৎসক এবং সেবিকা দিয়ে গোটা দেশের মানসিক স্বাস্থ্যসেবা দেয়াটা যারপরনাই কঠিন, কষ্টসাধ্য এবং প্রায় অসম্ভব একটা বিষয়।আমাদের ভুলে গেলে চলবে না যে মানসিক রোগের চিকিৎসা শুধু সাইকিয়াট্রিস্টের একার দায়িত্ব নয়, বাস্তবিক পক্ষে তা সম্ভবও নয়। এজন্য চাই হলিস্টিক অ্যাপ্রোচ বা সম্মিলিত প্রচেষ্টা।

Introduction of mental health nursing

সাইকিয়াট্রিক নার্সিং বা মানসিক স্বাস্থ্য নার্সিং হল একজন নার্সের নিযুক্ত পদ যা মানসিক স্বাস্থ্যে বিশেষজ্ঞ , এই এলাকার নার্সরা মনস্তাত্ত্বিক থেরাপি , একটি থেরাপিউটিক অ্যালায়েন্স তৈরি করা , চ্যালেঞ্জিং আচরণের সাথে মোকাবিলা করা এবং মানসিক ওষুধের প্রশাসনে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে ।বেশিরভাগ দেশে, 1990-এর পরে, একজন মানসিক নার্সকে একজন নিবন্ধিত নার্স (RN) হওয়ার জন্য নার্সিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং মানসিক স্বাস্থ্যে বিশেষজ্ঞ হতে হবে।

নার্সরা কেন মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেন

ডিগ্রী বিভিন্ন দেশে পরিবর্তিত হয় এবং দেশ-নির্দিষ্ট প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানসিক রোগ সম্পর্কে নার্সদের যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপর্ণ এবং খানিকটা কঠিনও বটে। এক্ষেত্রে আমাদের চিকিৎসক বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞদের দায়িত্ব সবচেয়ে বেশি।মানসিক রোগ সম্বন্ধে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করতে হবে।

নার্সিং শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য নার্সিং সম্পর্কে জ্ঞান অপরিহার্য কেন

মানসিক রোগ যে অন্যান্য শারীরিক রোগের মতোই একটা রোগ এবং এর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা রয়েছে এটা তাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝাতে হবে।সঙ্গে সঙ্গে এটা বোঝাও জরুরি যে বেশির ভাগ মানসিক রোগের জন্য কোনো একটা বিষয় এককভাবে দায়ী নয় বরং multifacto বা অনেকগুলো বিষয় একসঙ্গে জড়িত। যেমন: বংশগত কারণ, জৈবিক কারণ, পরিবেশগত কারণ, সামাজিক কারণ ইত্যাদি। সবার প্রথমে এই বিষয়টিকে পরিষ্কারভাবে বঝতে হবে।

Read More,

Which Salt Is Good For Health In India : স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো লবণ কোনটি

Importance Of Physical Education – শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *