আয়নার সামনে দাড়িয়ে নিজের মুখটা ক্লিন দেখতে পেলে মনটা কতোটা খুশি হয়ে যায় তাইনা…. ত্বকের উপর কালো টোন পড়ে যাওয়া, ব্রণ ভর্তি ফেস এসব দেখলে মনটা খারাপ হয়ে যায় ,,,,এমন কালো দাগগুলিকেই পিগমেন্টশন নামে পরিচিত। সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শে থাকলে ত্বকের গভীরে ক্ষত তৈরি করে। এইভাবেই ত্বকের উপর বার্ধক্যের ছাপ পড়ে। এর থেকে মুক্তি পেতে আমি ঘরে তৈরি ফেস প্যাক এর কথা বলছি যা আপনাদের দেবে পরিস্কার সুন্দর ত্বক…..
গরমে ত্বকের অবস্থা শেষ? ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন ৩ ফেসপ্যাক
১) গোলাপ জল ,বেসন ১ চামচ বেসন ও ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিয়ে একটি প্যাক বানিয়ে ত্বকের ওপর অ্যাপ্লাই করুণ,,,১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন,, দেখবেন ত্বক কতোটা চকচক করছে।।
২) মুলতানি মাটি এবং অ্যালোভেরা: এই দুটি শক্তিশালী উপাদান ত্বকের একাধিক সমস্যা মোকাবেলা করতে একত্রিত হয়! মুলতানি মাটি ত্বক পরিষ্কার করতে পারফেক্ট এবং অ্যালোভেরা গভীরভাবে ময়েশ্চারাইজিং। একসাথে প্রয়োগ করা হলে, এই উপাদানগুলি আপনার ত্বকের টোনকেও বের করে দিতে পারে, এবং একটি স্বাস্থ্যকর আভা দিতে পারে।
৩) দুধ এবং মধু –দুধ এবং মধু ত্বককে ময়শ্চারাইজ করতে এবং এটিকে একটি মসৃণ টেক্সচার দিতে ভাল কাজ করে! তাই দুটি উপাদান ভালো করে মিশিয়ে ত্বকে অ্যাপ্লাই করে ১০ মিনিট সুখোতে দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।। দেখবেন ত্বক কতোটা তরতাজা লাগছে।।
গরমকালে ত্বক ‘ সতেজ’ রাখতে বাড়িতেই তৈরি করে নিন ফেসপ্যাক
৪) একটি টমেটোর টুকরো নিন এবং রসটি ছেঁকে নিন।
এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল বাটিতে যোগ করুন। সারা মুখে এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। টমেটো ট্যানিং কমাতেও সাহায্য করে। তারা প্রাকৃতিকভাবে সূর্যের ক্ষতিকারক রশ্মি দ্বারা ত্বকের ক্ষতি দূর করে। এটি রোদে পোড়া ফুসকুড়ি বা লালচে ভাবের প্রভাবও কমায়।
আরোও পড়ুন,
3 Homemade Face Pack: উজ্জ্বলতা এবং ফর্সা হওয়ার জন্য ঘরে তৈরি ফেস প্যাক