যা গরম পড়েছে শুষ্ক ত্বকের দিন শেষ হয়ে আসছে ঘামে প্যাচপ্যাচে, অসহ্যকর গরমের দিন। কিনতু মরশুম যাই হোক না কেন, নিজেকে সুন্দর রাখতে সকলে চায়,,, আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন কিছু টিপস্ এর কথা যা —-যে কোনও মরশুমে ত্বক রাখে ঝকঝকে,, সঙ্গে রীতিমতো জেল্লা দেবে স্কিন। ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে ফেস সপ্তাহে ২)৩ দিন ফেস প্যাকের প্রয়োজন। তবে বাজার চলতি ফেস প্যাকের উপর ভরসা না রাখে বাড়িতেই বানিয়ে নিন ফেস প্যাক। কী ভাবে তৈরি করবেন জেনে নিন…
ঈদের আগে ত্বকের যত্ন
1। অ্যালোভেরায় ৯৫ শতাংশ রয়েছে জল, যা ত্বকে যোগায় আর্দ্রতা। এছাড়া এতে আছে ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন বি২, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম,ক্যালশিয়াম, সোডিয়াম,ম্যাঙ্গানিজ, যা ত্বকের দাগ ছোপ সরিয়ে দেয়। অ্যালোভেরার জেলে আছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপ্টিক, উপাদান। অ্যালোভেরার সঙ্গে কিছুটা চিনি বা মধু মিশিয়ে মুখে লাগান,,১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক কতোটা চকচক করছে।
2। দই, মধু একসঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক। ২ চামচ টক দই নিয়ে তাতে মধু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। পুরো মুখে ভাল করে এই প্যাক লাগিয়ে ধুয়ে ফেলুন।
সুন্দর হতে কি করতে হবে
3। টমেটো ও শশার ফেস প্যাক ও খুব উপকারি। কারণ টমেটোতে রয়েছে লেকটিন এসিড যা ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয়,,কিছুটা টমেটোর রসের সঙ্গে শশার রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে পুরো মুখে লাগিয়ে ১০-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ঈদের সময় উজ্জ্বল ত্বক পেতে যা করবেন
মুখে ফেসপ্যাক লাগানোর নিয়ম কী?
ফেসপ্যাকে উপস্থিত একাধিক উপাদান আপনার ত্বকের জেল্লা বাড়ায় এবং আর্দ্রতার ঘাটতি পূরণ করতে সাহায্য করে। কিন্তু ফেসপ্যাক লাগানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখ ক্লিনজিং করার পরে ফেসপ্যাক লাগিয়ে নিন।১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আরোও পড়ুন,
Sunscreen For Women: জেনে নিন ৩ টি সেরা মহিলাদের সানস্ক্রিন