Spread the love

সামনেই পুজো.. সবাই রেডি তো উজ্জ্বল ত্বকের রহস্য জানতে…..ত্বকের যত্নে ও উজ্জ্বলতা বৃদ্ধিতে ফেসিয়াল খুবই গুরুত্বপূর্ণ । তবে সব ধরনের ত্বকের জন্য সব ধরনের ফেসিয়াল মানানসই নয় । ত্বকের ধরন অনুযায়ী আলাদা আলাদা ফেসিয়াল করবেন …..

IMG_20240902_234148-edited Instant Glow Facial: পুজোতে চকচকে ত্বক পেতে ৩ ফেসিয়াল ব্যবহার করুন

সাধারণত তিন ধরনের ত্বক রয়েছে, যেমন- তৈলাক্ত, শুষ্ক ও মিশ্র ত্বক। জেনে নিন বিভিন্ন ধরনের ত্বকের যত্নে কিছু উপকারী ফেসিয়ালের নাম—-

পুজোর আগে ৩ ফেসিয়াল করুন

1। ফ্রুট ফেসিয়াল: এটি সব ধরনের ত্বকের জন্য উপোযোগী ফেসিয়াল । ত্বকের যত্নে বিভিন্ন ফ্রুট দিয়ে এই ফেসিয়ালটি করা হয় । এই ফেসিয়ালটি করলে আপনি ভেতর থেকে উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন। এর জন্য প্রয়োজন একটি স্ট্রবেরি, টক দই , গোলাপের পাপড়ি- ২-৩টা ।

সবগুলো উপকরন একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পেস্ট তৈরি হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কলের ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন ইউজ করুন এবং নিজেই ফলাফল দেখুন।

পুজোর আগে ত্বকের যত্নে ৩ ফেসিয়াল

2। চালের গুঁড়ো, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ টমেটোর রস ভাল ভাবে মিশিয়ে মুখের ত্বকে হালকা হাতে স্ক্রাব করে নিন। শেষে গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ভেতর থেকে সমস্ত নোংরা বেরিয়ে এসছে।

3। টমেটো ফেসিয়াল মাস্ক 1/3 কাপ বেসন , টমেটোর রস ও মধু যোগ করুন এবং এটি একটি ঘন পেস্ট না হওয়া পর্যন্ত ভালভাবে মেশান। পেস্টটি আপনার মুখে লাগান এবং 10 মিনিটের জন্য শুকাতে দিন। হালকা গরম জল দিয়ে মুছুন। শেষে সিরাম কিংবা টোনার লাগিয়ে নিন।

আরোও পড়ুন,

Simple Skin Care Routine: গরমে ত্বক থাকবে সতেজ ৫ উপায়ে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *