জৈষ্ঠ্য মাসে পালিত হয় জামাই ষষ্ঠী। এটি বাঙালিদের লোকায়ত উত্সব। জামাইকে এদিন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন করে ভালো – মন্দ খাওয়ানো হয়। পাশাপাশি শ্বাশুড়ি ও জামাইকে উপহার দেওয়ার প্রথাও রয়েছে। অনেকে আবার ষষ্ঠী পূজা করেন,,, কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের অন্য়তম হল জামাই ষষ্ঠী। ষষ্ঠী দেবীর আরাধনার পাশপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে।
এ বছর জামাই ষষ্ঠী ২০২৪ কবে?
এই বছর আগামী ১২ জুন ২০২৪ বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে ২৯ জৈষ্ঠ্য ১৪৩১।
Jamai Sasthi Bengali Images
আরোও পড়ুন,
3 Drink For Glowing Skin|ত্বক উজ্জ্বল রাখার ৩ পানীয়