Spread the love

Kojagiri Purnima 2024: মা লক্ষ্মী হলো ধনদেবী, আশ্বিন মাসে দুর্গা পূজার পর মা লক্ষ্মীর আরাধনা করা হয়,, এছাড়াও প্রত্যেকটি হিন্দু বাড়িতে লক্ষ্মী ঠাকুর থাকবেই। বাঙালি বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষী মাকে ঘট বসিয়ে পুজো করা হয়…. তাই প্রতিটি বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীকে তুষ্ট করলে ধন-সম্পত্তি উন্নতি হয়আর্থিক সংকট দূর হয়…

IMG_20241015_195905 Kojagari Laxmi Puja Samagri List In Bengali: কোজাগরী লক্ষী পূজার সামগ্রী

দুর্গা পূজার পাঁচ দিন কাটতে না কাটতেই বাড়িতে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মীপুজোর তোড়জোড়। ধন সম্পদের দেবীকে কেউ ঘরোয়া ভাবে পুজো করেন আবার কেউ আবার পুরোহিত ডেকে পুজো করেন। এক একটি বাড়িতে এক একটি রীতি মেনে এই পুজো করা হয়। কিন্তু যেভাবেই পুজো করুন কয়েকটি জিনিস ছাড়া লক্ষ্মী পুজো একেবারেই সম্ভব নয়।

১. ধন সম্পদের দেবী হওয়ায় লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় ধানের শিস। ধানের শিস ছাড়া কোনও ভাবেই লক্ষ্মীপুজো সম্ভব নয়। মায়ের হাতের কাছে এই ধানের শিস দিবেন।

২. লক্ষ্মীর পুজোয় কড়ি, হলুদ, আতপ চাল,দই, মধু, গব্যঘৃত, চিনি, চন্দ্রমালা এবং পূর্ণপাত্র ও হরিতকী প্রয়োজন হয়।

৩. লক্ষ্মী পুজোয় চেষ্টা করবেন পিতলের সবকিছু দিতে।

৪. লক্ষ্মী পুজোয় ভোগ দেওয়া হয়। এক্ষেত্রে ব্রাহ্মণরা দেবীকে খিচুড়ি ভোগ দেন। এছাড়াও লুচি এবং সুজি দেন। নারু মোয়া পাকিয়ে দেয়।

IMG_20241015_195944-edited Kojagari Laxmi Puja Samagri List In Bengali: কোজাগরী লক্ষী পূজার সামগ্রী

৫. এছাড়াও ধূপধানি, পঞ্চ প্রদীপ, পুষ্প, দুর্বা ইত্যাদি প্রয়োজন হয় লক্ষ্মী পুজোয়।

৬. একই ভাবে দেবীর ভোগ তৈরি থেকে শুরু করে পুজোয় কোনও লোহার বাসন ব্যবহার করা যায় না। এমনকি স্টিলের বাসনও ব্যবহার করবেন না দেবী লক্ষ্মীর পুজোয়। এতে দেবী অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এছাড়া দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কোনও কাঁসর, ঘণ্টা বাজাতে নেই। মন্ত্রপাঠের মাধ্যমেই দেবীর আরাধনা করতে হয়।

আরোও পড়ুন,

Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ

লক্ষ্মী পূজার মন্ত্র pdf, নিয়মাবলী,পদ্ধতি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *