Spread the love

কোরিয়ানদের গ্লাস স্কিনের রহস্য সকলে জানতে চায় …এই স্কিন কেয়ার রুটিন এখন বাজার কাঁপাচ্ছে। বিউটি দুনিয়ায় বেশ জনপ্রিয় ,,কাচের মতো চকচকে ত্বক পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। সহজেই কাচের মতো ত্বক আপনিও পেতে পারেন। এই গ্লাস স্কিন পাওয়ার জন্য ঠিক কী কী নিয়ম মেনে আপনাকে চলতে হবে? সেটি আজ সব আপনাদের সাথে শেয়ার করবো…..

IMG_20240905_202531-edited Korean Glass Skin Treatment: কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার সহজ উপায়

1। ক্লিনজিং করার পরেই ত্বকের চাই টোনার.. পরিষ্কার মুখে আমাদের সবসময়ই টোনার ব্যবহার করা উচিত। এতে ত্বক ভালো থাকে। টোনার আপনার ত্বকের পিএইচ-র ভারসাম্য বজায় থাকে। একটি তুলোর প্যাড নিন। তাতে টোনার নিয়ে একটু ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন।

গ্লাস স্কিন পাওয়ার টিপস্

2। কোরিয়ানরা সব সময় ত্বকে ময়শ্চারাইজ ইউজ করে। তাই আপনার স্কিনকেয়ার রুটিনে অবশ্যই ময়শ্চারাইজিং থাকতে হবে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। হালকা ময়শ্চরাইজার বেছে নিন।

3। স্কিন ভালো রাখতে ভিটামিন সি-এর গুরুত্ব আছে। ত্বকের যত্নে মেনুতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে হবে। আমলকি, লেবু, সঙ্গে ভিটামিন সি সাপ্লিমেন্টও খেতে পারেন।

ঘরে বসে কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার উপায়

4। গ্লাস স্কিন কেয়ার রুটিন আপনি নাইট ক্রিম ইউজ করতে পারেন। সারাদিন কম্পিউটার, মোবাইল ইত্যাদি ব্যবহার করার পরে আমাদের চোখ খুবই ক্লন্ত হয়,, তাই শুতে যাওয়ার আগে আই মাসাজ করে আই ক্রিম লাগাতে ভুলবেন না।

৭ দিনে কোরিয়ান স্কিন পাওয়ার উপায়

5। স্ক্রাব: ত্বকের ওপর মৃতকোষ জমা হতে শুরু করে ,, তাই ত্বক পরিষ্কার রাখতে স্ক্রাব করা ভীষণ জরুরি। কোরিয়ানরা ব্রাউন সুগারের মধ্যে সামান্য গোলাপ জল দিয়ে মুখে স্ক্রাব হিসাবে ব্যবহার করেন। সপ্তাহে এক থেকে দু’দিন এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়ে।

আরোও পড়ুন,

Durga Puja Glowing Skin Tips: পুজোর আগেই রূপচর্চা করুন মাত্র ৩ উপাদান দিয়ে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *