Spread the love

Lip Pigmentation Treatment At Home : ঠোঁটের পিগমেন্টেশন দূর করার উপায়


Lip pigmentation treatment home remedies :

প্রাকৃতিক ও সুন্দর ঠোঁটের ভাগীদার সকলে হতে চায়…. কিনতু আজকাল অনেকের দেখছি কালো ঠোঁট…. ছেলেদের হওয়ার কারণ ও আছে কিনতু মেয়েদের ও এই প্রবলেম হচ্ছে….. আর কোন মেয়েটা গোলাপি নরম ঠোঁট চান না বলুন ঠোঁটের দাগ থেকে মুক্তি কি কখনও মিলবে না? তেমনও নয়। এমন উপায় আছে, যাতে আর মেকআপ দিয়ে লুকোতে না হয় ঠোঁটের দাগ। মেকআপ ছাড়াও দিব্যি বেরোনো যাবে।


IMG_20230917_165456-1694949906147 Lip Pigmentation Treatment At Home : ঠোঁটের পিগমেন্টেশন দূর করার উপায়

How to lighten dark lips permanently


ত্বকের সবচেয়ে খারাপ সমস্যাগুলির মধ্যে একটি হল পিগমেন্টেশন। যদিও পিগমেন্টশনের কারণ অনেক রয়েছে। অতিরিক্ত মেলানিনের কারণেও ঘটে থাকে। যেমন অত্যাধিক এক্সপোজার, হাইড্রেশনের অভাব , সিগারেট বা ধূমপান করে, টুথপেস্ট, লিপস্টক, ও খাবারের কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া, ঠোঁট বারবার চোষার কারণেও এই ধরনের পিগমেন্টেশন দেখা যায়।


Lip pigmentation treatment at home naturally


এর থেকে মুক্তির উপায়:


বিটরুট জুস : বিটরুটের রস একটি প্রাকৃতিক ঠোঁটের দাগ হিসাবে কাজ করে ,,একটি তুলোর বল ব্যবহার করে আপনার ঠোঁটে তাজা বিটরুটের রস লাগান এবং 10-15 মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করুন। নিয়মিত ব্যবহার করে ধীরে ধীরে আপনার ঠোঁটের পিগমেন্টেশন হালকা করতে পারে।


Best lip pigmentation treatment at home


প্রাকৃতিক ও সুন্দর ঠোঁটের জন্য বাইরের কোনও পণ্য ব্যবহার করা প্রয়োজন নেই। লেবু ও চিনি থেকে একসাথে মিশিয়ে ঠোঁটে লাগান,,১০ মিনিট পর ধুয়ে ফেলবেন ।।


হলুদ- হলুদ হল আরেকটি দুর্দান্ত উপাদান। যা ত্বকের টেক্সচার তৈরিতে সাহায্য করে। এক চিমটে হলুদ ও একটি লেবু একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানান। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। পরে লিপবাম লাগিয়ে ত্বককে নরম রাখুন।


ত্বকে যে কোনও রকম দাগ-ছোপ তুলতে পারে গোলাপ জল। একটি তুলোয় খানিকটা গোলাপ জল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। আধ ঘণ্টা রেখে তুলে ফেলুন।


ছেলেদের ঠোঁট গোলাপি করার উপায়


এলোভেরা- অ্যালোভেরা মেলানিন উত্‍পাদনে বাধা দেয়। অ্যালভেরার জেলটি ঠোঁটে ব্যবহার করার পর যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি আমি নিজেই ব্যবহার করে ফল পেয়েছি।।


উপরের যে কোনও একটি টোটকাই ব্যবহার করা যেতে পারে। কিছু দিনেই ঠোঁটের কোণের সব ধরনের দাগ-ছোপ উধাও হবে।


আমার লিখা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন…. আপনাদের সুবিধার্থে আমার এই আর্টিকেল….

ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন…..❤️


Read More,

পুজোর আগে আপনার ঠোঁটকে করে তুলুন গোলাপী রঙের – Make Your Lips Pink Before Pooja



Tags – Lip Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *