শীতে আমাদের ঠোঁটের অবস্থা খুব বাজে পরিস্থিতি হয়ে যায়…. কারো কারো তো ঠোঁট ফেটে রক্তপাত পর্যন্ত হয়ে যায়…. কিনতু মেয়েদের তো ঠোঁটের সৌন্দর্য আগে,,,কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা মেকাপ না করলেও শুধু ঠোঁট রাঙিয়ে চলে যেতে পারি।। শীতে লিপ বাম মাখলে ফাটা ঠোঁট আবার মসৃণ হয়ে যায় ঠিকই, তবে ঠোঁটের মৃত কোষ নির্মূল করা যায় না। এর উপর লিপস্টিক মাখলে তা দেখতে খারাপ লাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ঠোঁটেও স্ক্রাব করা জরুরি। তাই ঠোঁটের যত্নে ঘরোয়া কিছু উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্ক্রাব।
- কেন করবেন লিপ স্ক্রাবিং?
ঠোঁট আমাদের সবচেয়ে সেনসিটিভ অঙ্গ। ঠোঁটের স্কিনের লেয়ার সবচেয়ে পাতলা হয়। আর এই পাতলা স্কিন খুব সহজে শুকিয়েও যায়। এই শুকিয়ে যাওয়া স্কিন কিন্তু আপনার ঠোঁটের ওপরেই থেকে যায়,, ফলে ঠোঁটের স্বাভাবিক উজ্জ্বল লাল ভাব আর থাকে না। তাই ঠোঁট গোলাপী রাখতে লিপ স্ক্রাবিং করার দরকার আছে।
১/ চিনি ও মধুর স্ক্রাব: একটি পাত্রে এক টেবিল চামচ গুঁড়ো চিনি, এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। তারপর লিববাম লাগিয়ে নিন।।
2/ ২/ বিটের স্ক্রাব—একটি পাত্রে এক টেবিল চামচ বিট গুঁড়ো, এক চামচ মধুর সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। দেখবেন ঠোঁট কতো কোমল হয়ে গেছে।।
৩/ অরেঞ্জ পিল পাউডার, চিনি—অরেঞ্জ পিল এই শীতে ব্যবহার করা খুবই সহজ। এটি ঠোঁটের কোনও কালচে দাগ থাকলে তা তুলে দেবে।
উপকরণঃ হাফ চামচ অরেঞ্জ পিল পাউডার
১ চামচ নারকেল তেল
১ চামচ চিনি
পদ্ধতিঃ আগে কমলালেবুর খোসা একটু শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়োর সঙ্গে তেল আর চিনি নিয়ে মিশিয়ে নিন।এই মিশ্রণ ঠোঁটে নিয়ে ভাল করে স্ক্রাব করে নিন। ২০ মিনিট রেখে উষ্ণ জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন। এতে ঠোঁট খুব ভাল পরিষ্কার হবে আর ফিরে পাবে আগের উজ্জ্বলতা।
Read More,
Stylish Party Wear Dresses: বছরের শুরুর পার্টিতে কেমন সাজবেন! রইলো টিপস্