Spread the love

Lotus Sunscreen For Dry Skin :শুষ্ক ত্বকের জন্য লোটাস সানস্ক্রিন


গরমকাল পড়তে না পড়তেই রোদের মাত্রা বাড়তে শুরু করেছে। এখনই বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। এই গরমে ত্বককে রক্ষা করতে ছাতা এবং সানস্ক্রিন খুবই জরুরি। কিন্তু কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন জরুরি, তা আমাদের অনেকেরই সঠিকভাবে জানা নেই। অথচ ত্বক অনুযায়ী সঠিক সানস্ক্রিন বেছে নেওয়াটা খুবই জরুরি। নাহলে ক্ষতি হতে পারে ত্বকের। তাই জেনে নিন কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন সঠিক –


যেমন ধরুন, আপনার ত্বক যদি শুষ্ক হয়, তা হলে আপনার এক রকমের সানস্ক্রিন দরকার, আবার যাঁদের ত্বক তেলতেলে তাঁদের জন্য অন্য রকমের সানস্ক্রিন। খেয়াল করে দেখবেন, অনেকেই হাতের সামনে যা সানস্ক্রিন পেলেন, সেটাই মেখে নিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হল না,,কীভাবে ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বাছবেন, সেটাই জানিয়ে দেব আজ। আর আমার সকল বন্ধুরা বলেছেন লোটাস সেফ সান থ্রি ইন ওয়ান ম্যাট সানস্ক্রিন এর রিভিউ দিতে তো তাদের কথা মাথায় রেখে আজকের এই পোস্ট…….

IMG_20230325_110457-1679722508067 Lotus Sunscreen For Dry Skin - শুষ্ক ত্বকের জন্য লোটাস সানস্ক্রিন

লোটাস সানস্ক্রিনের উপকারিতা

***লোটাস সেফ সান থ্রি ইন ওয়ান ম্যাট লুক ডেলি সানব্লক এসপিএফ ৪০ (Lotus Safe Sun 3-In-1 Matte Look Daily Sunblock SPF-40)
কম দামে যদি আপনি একটি ভাল সানস্ক্রিন খোঁজেন, তা হলে লোটাসের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন,, এটি স্বাভাবিক ত্বকের জন্য সেরা সানস্ক্রিন। ক্ষতিকর সূর্যকিরণ থেকে ত্বক তো রক্ষা পাবেই, সঙ্গে আপনার ত্বকের টেক্সচারও ঠিক হবে, ত্বকের দাগ-ছোপ দূর হবে এবং ত্বক দেখাবে সুন্দর ও উজ্জ্বল।

আর অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিনটি দিতে পারেন,, কারণ খুবই হালকা এই সানস্ক্রিনটি,,, যেহেতু একটা ম্যাট ফিনিশ লুক দেয় কাজেই তেলতেলে ত্বক আরও বেশি তেলতেলে মনে হয়না। এছাড়াও রোদ থেকে হওয়া সমস্যা যেমন সানবার্ন, দাগ-ছোপ ইত্যদি দূর করতেও সাহায্য করে।সূর্যের ইউভি এ এবং ইউভি বি রশ্মি (UV Rays) থেকে ত্বককে রক্ষা করার সঙ্গে ত্বকের ইলাস্টিসিটিও বৃদ্ধি করে এই প্রোডাক্টটি। ফলে, চামড়া ঝুলে গিয়ে ত্বক অকালে বুড়িয়ে যায় না।

বেস্ট সানস্ক্রিন

IMG_20230325_110408-1679722508625 Lotus Sunscreen For Dry Skin - শুষ্ক ত্বকের জন্য লোটাস সানস্ক্রিন

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

সুবিধে (Advantages):

চিটচিটে নয়

ম্যাট ফিনিশ লুক দেয়

ত্বকের নানা দাগ-ছোপ দূর করতে সাহায্য করে

সুন্দর একটা ম্যাট ফিনিশ লুক দেয়

ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে

ত্বকে কোনও ইরিটেশন হতে দেয় না

সানস্ক্রিনটি টিউবের মুখ থেকে বেরিয়ে আসে আপনা আপনিই! ফলে একটু সাবধানে ব্যবহার করতে হয়।।। সেটি কোনো অসুবিধের মধ্যে পড়েনা।।

Lotus Sunscreen For sencitive Skin

কিছু প্রশ্ন –
এসপিএফ ৩০ আর এসপিএফ ৫০-র মধ্যে কী তফাত?
উত্তর: এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মোটামুটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। সানস্ক্রিনের এসপিএফ মাত্রা দেখে বোঝা যায় যে, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক কতটা রক্ষা পাচ্ছে। কড়া রোদের থেকে ত্বক কে কতোটা বাঁচাতে পারছে,,,যেমন ডারমাটোলজিস্টদের মতে, এসপিএফ ১৫ ত্বককে ইউভি রশ্মি থেকে ৯৩% রক্ষা করে, আবার এসপিএফ ৩০ ৯৭% রক্ষা করে আর এসপিএফ ৫০ ৯৮% রক্ষা করে।

IMG_20230325_110428-1679722508370 Lotus Sunscreen For Dry Skin - শুষ্ক ত্বকের জন্য লোটাস সানস্ক্রিন
আরও পড়ুন,


প্রশ্ন: ঠোঁটে সানস্ক্রিন লাগানো উচিত নাকি উচিত না?

উত্তর: অবশ্যই! তবে আপনি যদি সিলিকা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করেন সেক্ষেত্রে ঠোঁটে লাগাবেন না।
বাড়ি থেকে বেরনোর অন্তত আধ ঘণ্টা আগে সানস্ক্রিন লাগিয়ে নিন। অনেকেই একটা ভুল করেন সানস্ক্রিন লাগানোর সময়ে শুধুমাত্র মুখে লাগান, কিন্তু সূর্যের রশ্মি শরীরের যে অংশে লাগতে পারে, যেমন পায়ের পাতা, হাত, গলা ইত্যাদি জায়গাতেও সানস্ক্রিন লাগিয়ে নিন।



Tags – Skin Care, Sunscreen

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *