Spread the love

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার বার্তা। দুর্গাপুজোর আগে সর্বপিতৃ অমাবস্যাকে, মহালয়া অমাবস্যাও বলা হয়ে থাকে। ২০২৪ সালে অক্টোবর মাসে আশ্বিনের অমাবস্যা কখন? কতদিন থাকবে?? দেখে নিন –

IMG_20240930_102818-edited Mahalaya 2024 Date Bengali: মহালয়া ২০২৪ অমাবস্যা তারিখ, সময়! দেখে নিন

মহালয়া অমাবস্যা, সর্ব পিতৃ অমাবস্যা নামেও পরিচিত, হিন্দু ক্যালেন্ডারে একটি উল্লেখযোগ্য তারিখ,, 2024 সালে, মহালয়া অমাবস্যা 2 অক্টোবর পালিত হবে। এই মায়ের আসার আগমনের সংকেত দেয়…..

মহালয়া কবে

অমাবস্যা তিথি– ১ অক্টোবর পড়ছে মহালয়া অমাবস্যার তিথি। সেদিন রাত ৯.৩৯ মিনিট থেকে অমাবস্যা পড়ছে। ২ অক্টোবর বুধবার মধ্যরাত পার করে, ৩ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২ টা ১৮ মিনিটে এই তিথি শেষ হবে।

মহালয়ায় চক্ষুদান– মহালয়ার দিনে দেবীর চক্ষুদান হয়…এই রীতি প্রচলিত রয়েছে। মায়ের ঘরে ফেরার আবহ-ধ্বনিতে মেতে ওঠে দেশের সকল মানুষ,,ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দুর্গাপুজো।

মহালয়া অমাবস্যা কবে

মহালয়া অমাবস্যার তাৎপর্য—মহালয়া অমাবস্যা পূর্বপুরুষদের প্রতি স্মরণ এবং কৃতজ্ঞতার সময় হিসাবে কাজ করে, হিন্দু ইতিহাস অনুসারে, মৃতদের আত্মা স্বর্গ ও পৃথিবীর মধ্যে অবস্থিত পিত্রু লোকায় বাস করে এবং পিতৃপক্ষের সময় তারা তাদের বংশধরদের সাথে দেখা করে।এইদিন তাদের আত্মার শান্তি এবং পরিত্রাণ অর্জনে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়।

আরোও পড়ুন,

New Dress For Girls: পুজোর নতুন ড্রেসের সেরা কালেকশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *