Spread the love

শীত আসতেই চুলের নানা সমস্যা বেড়ে গিয়ে মুঠো মুঠো চুল ঝড়তে থাকে,,, এছাড়াও খুশকির সমস্যা তো আছেই। মাথায় চুলকানি, জ্বালাপোড়াও ভোগায়(Hair Problem During Monsoon)। এই সময়ে এত এত টাকা খরচ করে চুলের যত্ন নেওয়ার ইচ্ছাও থাকে না…. তাই যদি রান্নাঘরের উপাদান দিয়ে চুলের সকল সমস্যা দূর করা যায়.. কেমন হয় বলুন তো???

  • পেঁয়াজ কেন চুলের জন্য উপকারী, কী কী গুণ আছে এতে?

পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬-ও আছে। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে। যা চুল পড়া কমানোর পাশাপাশি চুলের বৃদ্ধি, স্বাস্থ্য ভালো রাখাসহ বিভিন্নভাবে পেঁয়াজের রস উপকার করে।”

পেঁয়াজের তেল বানানোর উপায়

১) চুলের বৃদ্ধি: পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণ করে। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়।

২) উজ্জ্বলতা বাড়ায়: এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলে ঘনভাব আনে ও উজ্জ্বলতা বাড়ায়।

৩) খুশকি নিয়ন্ত্রণ করে: এতে থাকা ব্যাক্টেরিয়ারোধী ও অ্যান্টিসেপটিক মাথার ত্বকের সংক্রমণ ও খুশকির প্রবণতা কমাতে সহায়তা করে।

  • শীতে চুলের যত্নের প্যাক —-

১/ অ্যালোভেরা জেল আপনার চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এতে চুল পড়া অনেক কম হয়ে যায়। চুলের রুক্ষ ভাব কমে যায়। এর জন্য একটি পাত্র নিন। এবার দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে দিন। এবার আপনার স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে নিন। ১০ মিনিট ওভাবেই রেখে দিন। এবার ধুয়ে ফেলুন।

পেঁয়াজের তেল ব্যবহারের নিয়ম

২/ একটি পাত্রে ২ চামচ পেঁয়াজের রস নিন। এবার এতে ৪ চামচ নারকেল তেল দিন। এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। এই পেস্টটি মাথায় এভাবে আধা ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন। দেখবেন চুলের গোড়া কতো শক্ত হয়ে গেছে।।

**চাইলে আপনারা Mama Earth Onion Oil ব্যাবহার করতে পারেন, এর উপকারীতা —–এই তেল সূর্যমুখী তেল, আমলা তেল, হিবিস্কাস অয়েল ইত্যাদির মতো পুষ্টিকর তেলের মিশ্রণ চুলকে ভেতর থেকে মজবুত করে এবং বাইরের দিক থেকে উজ্জ্বল করে।

মাথার ত্বকে পুষ্টি যোগায়: ভ্রিংরাজ তেল মাথার ত্বকে পুষ্টি জোগায়। ভিটামিন ডি সমৃদ্ধ, বাদাম তেল মাথার ত্বকে পুষ্টি সরবরাহ করে, চুলকে স্বাস্থ্যকর এবং মজবুত করে।

পেঁয়াজের তেলের উপকারিতা

প্রাকৃতিক ও টক্সিন মুক্ত: চুলের তেল সম্পূর্ণরূপে সালফেট, প্যারাবেন, এসএলএস, খনিজ তেল, পেট্রোলিয়াম, রঙ এবং কৃত্রিম সুগন্ধ মুক্ত।

  • বাড়িতে পেঁয়াজের তেল তৈরি করবেন যেভাবে

পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন। এবার পেঁয়াজের টুকরাগুলো ব্লেন্ড করুন এবং রস বের করে নিন। একটা পরিষ্কার প্যানে নারিকেল তেল গরম করুন। এরি মধ্যে আপনি কালো জিরে অ্যাড করতে পারেন,,,এরপর তেলের সঙ্গে পেঁয়াজের রস যোগ করুন। ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করুন ফুটে ওঠা পর্যন্ত। এরপর চুল বন্ধ করে দিন। নামিয়ে ঠান্ডা হতে দিন। সপ্তাহে দুইবার এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।

Read More,

Homemade Wrinkle Remover For Face: ২ দিনে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *