Spread the love

সূর্য ওঠার থেকে শুরু করে আমাদের জীবন ছুটতে থাকে ট্রেনের মতো….আপনার ত্বক বিশ্রাম নাওয়ার সময় টুকু পায়না… ত্বক পরিচর্যার প্রতিদিনের অভ্যাসে যে কাজটির ক্ষেত্রে বিন্দুমাত্র গাফিলতি চলবে না তা হল ত্বকের রাত্রিকালীন পরিচর্যা, ঘুমোতে যাওয়ার আগে ভালো নাইট ক্রিমের ব্যবহার একান্ত আবশ্যক যদি আপনার ত্বকের সতেজতা দেখতে চান তো??

নাইট ক্রিম ত্বকের সারাদিন ধরে হারিয়ে ফেলা আর্দ্রতা ফিরিয়ে আনে, কোলাজেনের কর্মক্ষমতা বাড়ায়। ফলে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ত্বককে একেবারে ঝলমলে উজ্জ্বল আর তরতাজা দেখায়| তাই আপনাদের সাহায্যের উদ্দেশ্য নিয়েই আমাদের বিচারে সেরা নাইটক্রিম নিয়ে এসেছি…যা আপনার ত্বককে নরম ও সুন্দর রাখবে।।

ফর্সা হওয়ার নাইট ক্রিম

নাইট ক্রিম ব্যবহার করলে কি হয়?

মুখ খুব ভাল করে ধুয়ে নিয়ে তবেই নাইট ক্রিম ব্যবহার করতে হবে।

১) নাইট ক্রিম ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

২) সেই সঙ্গে ত্বকে রক্ত সঞ্চালন ভাল রাখে, ত্বকের কোলাজেন বৃদ্ধি করে,

৩) ত্বক মসৃণ রাখে, ত্বকের বলিরেখা রুখে দেয় ।

৪) ত্বককে রুক্ষ্ম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

তৈলাক্ত ত্বকের জন্য সেরা নাইট ক্রিম

সবরকম ত্বকে আর সব ঋতুতে উপযোগী Mamaearth Night Cream কেবলমাত্র ত্বকের রিপেয়ার আর ময়েশ্চরাইজ়িংই সুনিশ্চিত করে না, ত্বককে ঝলমলে আর উজ্জ্বলও করে তোলে | এটি মাইক্রো ক্রিস্টাল আর লাইটেনিং ভিটামিন ভিটা-রিসোর্সিনলে সমৃদ্ধ, যা ত্বকের রং হালকা করে বার্ধক্যের লক্ষণগুলিকে বিদায় দেয় ।। বলিরেখার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিটি ব্যবহারের সাথে আপনাকে আরও তারুণ্যময় ত্বক দেয়।

হাইপারপিগমেন্টেশন কমায়: এটি অ্যান্টিঅক্সিডেন্টের একটি পাওয়ার হাউস যা দাগ কমায় এবং আপনাকে সমান-টোনড ত্বক দেয়। এ ছাড়াও ত্বকের বিবর্ণভাব আর শুষ্কতা কমিয়ে আপনাকে প্রতিদিন সকালে আর্দ্র আর সুষম, মসৃণ ত্বক উপহার দেয় এই ক্রিম|

নাইট ক্রিম ব্যবহারের নিয়ম

ম্যাড়মেড়ে আর ঝুলে যাওয়া ত্বক দেখতেও অসুস্থ লাগে আর তা হতাশার কারণও হয়ে ওঠে! যদি এগুলিই আপনার ত্বকের মূল সমস্যা হয়, তাহলে নির্ভর করুন এই অ্যান্টি-এজিং নাইট ক্রিমের উপরে| এটি ত্বকের টানটান ভাব বাড়ায়, ত্বককে করে উজ্জ্বল আর ঝলমলে ।।

আরোও পড়ুন,

Moisturizer For Dry Skin: গরমে ড্রাই স্কিনের সেরা ময়েশ্চারাইজার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *