Spread the love

Mamaearth Under eye cream review: আই ক্রিম ব্যবহারের অনেক উপকার আছে,, যেগুলো অনেকে জানে না – আমাদের চোখের ত্বক অনেক বেশি কোমল ও নমনীয় হয়ে থাকে। তাই আমাদের মুখের অন্যান্য জায়গার ত্বকের চেয়ে চোখের চারপাশের ত্বক অনেক বেশি তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। তাই চোখের ত্বকের সঠিক যত্ন না নিলে রিঙ্কেল, ডার্ক সার্কেল, দেখা দিতে পারে,, এক্ষেত্রে একটি ভালো মানের আই ক্রিম ব্যবহারে এ সকল সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।

  • আই ক্রিম ব্যবহারের উপকারীতা “””

কিভাবে Mamaearth ডার্ক সার্কেল ক্রিম ব্যবহার করবেন

১/ ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেআই ক্রিম,, এছাড়া চোখের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার জন্য এতে তেলের পরিমাণও একটু বেশিই থাকে। এতে রয়েছে বিশেষ উপাদান যা চোখের ত্বককে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

২/ ত্বকের কোলাজেন-এর মাত্রা বাড়ায়সূর্যের ক্ষতিকর অতি বেগুনী রশ্মির সংস্পর্শে আমাদের ত্বকে কোলাজেন (collagen)-এর মাত্রা কমে যায়। কোলাজেন মূলত আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। রোজ রাতে ঘুমাতে যাবার আগে ভিটামিন সি সমৃদ্ধ আই ক্রিম লাগিয়ে নিলে এসব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।

Mamaearth Dark Circle Cream Review Quora

  • Mamaearth Under Eye Cream Review “”

এই ক্রিমটি ডার্ক সার্কেল কমায়: এই আই ক্রিমে থাকা শসা এবং পেপটাইডের ত্বকের উজ্জ্বলতা এবং শক্ত করার বৈশিষ্ট্য মেলানিন জমা, আয়রন জমা, স্ট্রেস এবং দূষণের কারণে সৃষ্ট অবাঞ্ছিত ডার্ক সার্কেল হ্রাস করে। চোখের ত্বকের নিচে পুষ্টি: হকউইড এবং ডেইজি নির্যাসের প্রশান্তিদায়ক দিতে সাহায্য করে, থেকে মুক্তসমস্ত ত্বকের প্রকারের জন্য উপযুক্ত।।

উপাদান

“””শসার নির্যাস এটি ভিটামিন সি সমৃদ্ধ এবং উচ্চ জল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী রয়েছে। শসা মেলানিন উৎপাদন কমাতে সাহায্য করে কারণ এটি সূর্যের অতিবেগুনী রশ্মি দ্বারা উত্পাদিত ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যালকে নিরপেক্ষ করে। এটি ত্বককে হাইড্রেটেড এবং টানটান রাখার সময় কোলাজেন তৈরি করতে সহায়তা করে।

বাজারের সেরা আই ক্রিম

**ডেইজি ফুলের নির্যাসডেইজি ফুলের নির্যাস প্রাকৃতিকভাবে ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

**পেপটাইডসএই ত্বক মেরামতকারী এজেন্ট ত্বকে কোলাজেন উত্পাদনকে উদ্দীপিত করে এবং এটিকে তরুণ এবং বলি-মুক্ত দেখায়।

**এই আই ক্রিমটিতে থাকা শসা এবং পেপটাইডের ত্বককে হালকা এবং শক্ত করার বৈশিষ্ট্য মেলানিন জমা, আয়রন জমা, স্ট্রেস এবং দূষণের কারণে সৃষ্ট অবাঞ্ছিত ডার্ক সার্কেল হ্রাস করে।

আরোও পড়ুন,

Best Hair Spa Cream:মাত্র ৩ টি উপাদান দিয়ে ঘরে বসে হেয়ার স্পা বানানোর উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *