Skin Care Tips: ত্বকের জেল্লা ধরে রাখতে আমরা হাজার হাজার টাকা নষ্ট করে নামী-দামি প্রসাধনী ব্যবহার করি…. কিনতু তা না করে ত্বকের নানান সমস্যার সমাধানে মুসুর ডাল ব্যবহার করতে পারেন। এর গুণ অনেক। অকালেই মুখে বয়সের ছাপ পড়তে শুরু করলে সপ্তাহে দু’-তিন দিন ডাল বাটা মেখে দেখতে পারেন। ত্বক টানটান রাখতে এই ফেসপ্যাকের জবাব নেই।
মুসুর ডাল প্রোটিনে ভরপুর, খেতেও খুব সুস্বাদু। এর পাশাপাশি রূপটান হিসেবেও মুসুর ডাল বাটা দারুণ কাজ করে! মুখের ট্যান দূর করা থেকে মুখের বাড়তি রোম কমানো বা ত্বক এক্সফোলিয়েট করতে আজও মুসুর ডালের ব্যবহার করা হয়। আপনার জন্য রইল মুসুর ডালের ফেস প্যাকের হদিশ।
মুসুর ডাল দিয়েই ত্বক রাখুন চকচকে রইলো টিপস্
১/ ত্বকের কালচে ছোপ কমাতে: নিয়মিত রোদে বেরিয়ে মুখে কিংবা হাতে-পায়ে কালো দাগ পড়েছে? তিন টেবিল চামচ মুসুর ডাল বাটা, এক টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এ বার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন, যতক্ষণ না শুকোয়। তার পর জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন।
২/ রোদে ট্যান পড়ে গেছে এতে কাজে লাগাতে পারেন মুসুর ডাল। এর জন্য ৩ টেবিলচামচ মুসুর ডাল বাটা, ৩ টেবিলচামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিনমুখে লাগিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না শুকোয়।তারপর জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
ত্বকের দাগ ছোপ উধাও হয়ে যাবে ব্যবহার করুন ঘরোয়া ফেসপ্যাক
৩/ ত্বকের মৃত কোষ দূর করতে: মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দু’চা চামচ কাঁচা দুধ ও সামান্য হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর দু’ মিনিট ঘষে ঘষে মালিশ করুন। এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা দূর হবে। ত্বক কোমল ও নরম থাকবে।
৪/ একটি পাত্রে এক টেবিল চামচ মুসুর ডালের পেস্ট নিন। এক চামচ মধু মিশিয়ে দিন।
তৈলাক্ত ত্বকের যত্নে মসুর ডাল
প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই পেস্ট ভালো করে আপনার মুখে লাগিয়ে নিন। ২ মিনিট রেখে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক উজ্জ্বল করছে।
আরোও পড়ুন,
What Causes Pimples On The Face: গরমে মুখে ব্রণ হওয়ার ৫ কারণ