Spread the love

সুন্দর এবং দাগছোপহীন ত্বক পাওয়ার জন্যে কয়েকটি টিপস্ মেনে চলুন…. এর জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। তবে পার্লারে গিয়ে সবসময় অনেক টাকা খরচ করতে হবে না। সঠিক উপায়ে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।

IMG_20240711_194121 Monsoon Skin Care|৪ টিপস্: যেভাবে বর্ষাকালে ত্বকের যত্ন নিবেন

1। ক্লিনজার: অনেকে শুধু জল দিয়ে মুখ ধুয়ে ফেলে,,, কিনতু সঠিক রুটিন অনুযায়ী ফলো করলে দিনে অন্তত দু ‘ তিন বার ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে…. এতে ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক তেলও দূর করে দেয়। অন্যদিকে, ফেস ক্লিনজার মাইল্ড হয়। এটি ত্বকের প্রাকৃতিক তেল দূর না করেই ত্বককে পরিষ্কার করে।

ত্বকের যত্ন নেওয়ার জন্য কী কী করা উচিত

2। টোনার: ত্বকের সৌন্দর্য ধরে রাখতে টোনার দারুন কাজ করে। প্রাকৃতিক উপায়ে টোনার তৈরি করতে কিছু গোলাপের পাপড়ি ও এক চামচ এলোভেরা মাঝারি আঁচে জলে ফুটিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে জল ছেঁকে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে। ব্যবহারের আগে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে। যখনি মুখ ধোবেন এটি ইউজ করবেন।

ঘরোয়া উপায়ে মুখ পরিষ্কার করার উপায়

3। ত্বক উজ্জ্বল করার মাস্ক: ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আপনাদের মাস্ক ব্যবহার করতে হবে। এর জন্য প্রয়োজন কয়েক টেবিল চামচ গোলাপজল, দুধ, বেসনের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে হবে। প্যাকটি লাগিয়ে এক ঘণ্টা রেখে সাধারণ জলে ধুয়ে ফেলতে হবে।

** এছাড়াও মুলতানি মাটি , মধু, দই বা গোলাপজল যোগ করে প্যাক তৈরি করতে পারেন। মুখে মিশ্রণটি লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিটের জন্য বসতে দিন। এরপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

4। ফেস স্কাব: আমাদের ত্বকের ভিতরের ধুলোবালি নোংরা দূর করতে টম্যাটোর রস (Tomato Juice) , চিনির গুঁড়ো মিশিয়ে মুখে লাগান,, এটি ত্বক ফর্সা করতে টম্যাটো দারুন কার্যকরী। ও মুখে যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানে টম্যাটো রস লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।।

আরোও পড়ুন,

Lakme Face Mask Benefits: উজ্জ্বল ত্বকের সেরা ফেসমাস্ক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *