Multani Mitti Face Pack: যা গরম পরে গেছে তাপমাত্রা পৌঁছেছে প্রায় সর্বোচ্চ ৪2 ডিগ্রিতে। গরমের মারে সকলের প্রাণ যায় যায় অবস্থা…..এদিকে মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বকের অবস্থা ও শেষ….. তাই গরমে ত্বক ভালো রাখার জন্যে মুলতানি মাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জেনে নিন কী ভাবে বানাবেন মুলতানি মাটির ফেসপ্যাক……
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়
মুলতানি মাটির গুনাগুন:
১. এটি মুখে ব্রণ হওয়া থেকে আটকায়
২. এটি ত্বক উজ্জ্বল করে ।
৩. ত্বক সতেজ রাখতে পারে।
৪. ত্বকের তেলভাব দূর করে।
মুলতানি মাটি ব্যবহারের নিয়ম
৫. মুলতানি মাটি ত্বকের হাল ফেরাতে যে বেশ কার্যকরী ভূমিকা নেয়, মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করতে এবং ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে দিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
1। মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল: এই ফেসপ্যাক বানানোর জন্য আপনার প্রয়োজন মুলতানি মাটি, অ্যালোভেরা জেল ভালো করে মেশান এরপর এই ফেসপ্যাক মুখে লাগালেই কেল্লাফতে!গরমকালের উপযুক্ত ফেসপ্যাক হল এটি। বিশেষ করে তেলতেলে ত্বকে এই ফেসপ্যাকটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
মুলতানি মাটির ফেসপ্যাকের উপকারীতা
2। টক দই ও মুলতানি মাটি: এই প্যাকটি বানাতে আপনার প্রয়োজন পড়বে সামান্য পরিমাণে টকদই এবং মুলতানি মাটি। একটি পাত্রে মুলতানি মাটির সঙ্গে মেশান টকদই প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মুখে লাগান। দেখবেন ত্বকের সমস্ত দাগ ছোপ দূর করে দিবে।
3। লেবুর রস ও মুলতানি মাটির ফেসপ্যাক: দুটি উপকরণ ভালো করে মিশিয়ে এবার এই মিশ্রণটি মুখে অ্যাপ্লাই করুন,,২০-৩০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল এবং নরম করে।
✓ ব্যবহার করুন এই নিয়মে: প্রথমেই মুখ পরিষ্কার করে নিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ফেসপ্যাক মুখে লাগান এবং মিনিট দশেক অপেক্ষা করুন। তারপরে মুখ ধুয়ে নিন।
আরোও পড়ুন,
Summer Natural Skin Care: পেঁপের গুণেই ফিরবে গরমে ত্বকের জেল্লা