Spread the love

গরমে ত্বক ও চুল ভালো রাখার জন্যে মুলতানি মাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হয়তো এই কথা অনেকে জানেন না,, তাই তো এই গরমে কীভাবে মুলতানি মাটি ব্যবহার করবেন জেনে নিন —-

IMG_20240628_145914 Multani Mitti Uses: ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটির ব্যবহার

এই সময় ত্বকের জেল্লা ধরে রাখা বেশ কঠিন কাজ গরমে মুলতানি মাটি ত্বকের হাল ফেরাতে বেশ কার্যকরী ভূমিকা নেয়, মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করতে এবং ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে দেয় । তাই তো এই গরমে ত্বকের পরিচর্যায় এই প্রাকৃতিক উপাদানটির উপর ভরসা রাখলে একাধিক উপকার পাবেন।

1। এই ফেসপ্যাক তৈরি করতে আপনার প্রয়োজন মুলতানি মাটি, এবং গোলাপ জল। একটি পাত্রে ২ চামচ মুলতানি মাটি এবং ১ চামচ গোলাপ জল নিন। এবার প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে তৈরি করে ফেলুন একটি ঘন মিশ্রণ। এরপর এই ফেসপ্যাক মুখে লাগান। গরমকালের উপযুক্ত ফেসপ্যাক হল এটি।

মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম

IMG_20240628_145819 Multani Mitti Uses: ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটির ব্যবহার

2। গরমে তৈলাক্ত ভাব দূর করতে আপনার প্রয়োজন পড়বে টকদই এবং মুলতানি মাটি। এরপর প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মুখে লাগান।১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকে মুলতানি মাটির ব্যবহার

✓✓ চুলের ডগা ফেটে যাওয়া থেকে শুরু করে কতো কি সমস্যা হয় চুলের,,,সমস্যার সমাধানে বিভিন্ন ভাবে চেষ্টা করেন সকলে,, তবে ফলাফলের কোনও পরিবর্তন শেষপর্যন্ত হয় না। এ বার চুল ভাল রাখতেও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।

দেখুন কীভাবে ব্যবহার করবেন —–

** চুলের ডগা ফাটা রোধ করতে চুল বৃদ্ধি না পাওয়ার অন্যতম কারণ হল চুলের ডগা ফেটে যাওয়া। চুলের ডগা ফাটা রুখতে সাহায্য করবে মুলতানি মাটি। এলোভেরা ও মুলতানি মাটির মিশ্রণ চুলে ভাল করে মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।

চুলের যত্নে মুলতানি মাটি কিভাবে ব্যবহার করবেন

IMG_20240628_145830 Multani Mitti Uses: ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটির ব্যবহার

** চুল বৃদ্ধি করতে অনেকেই আছেন যাঁদের চুল বড় হতেই চায় না। তাঁদের জন্য মুলতানি মাটি লেবুর রস, মিশিয়ে মিশ্রণ তৈরি করে সপ্তাহে দু থেকে তিন দিন চুলে লাগাতে পারেন। চুল দ্রুত বড় হবে।

** খুশকির সমস্যা কমাতে মুলতানি মাটির ব্যবহারে সহজেই দূর হবে খুশকি। এক টেবিল চামচ মেথি বেটে নিয়ে তার সঙ্গে কিছুটা মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বকে ও চুলের গোড়ায় ভাল করে এই মিশ্রণটি লাগিয়ে কিছু ক্ষণ রেখে চুল ধুয়ে নিন।

আরোও পড়ুন,

Bridal Makeup Look|সেরা ১০ ব্রাইডাল মেকআপ লুক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *