Spread the love

নতুন চুল গজাতে সরিষার তেল:: সরিষার তেল শুধুমাত্র রান্নার কাজে নয় , ঠান্ডার চিকিৎসা, ত্বক মসৃণ, শরীরের ইমিউনিটি বাড়ানো সহ চুলের বিভিন্ন উপকারে আসে। জানি অবাক হচ্ছেন?? তবে এটাই সত্য….লম্বা চুল দেখতে সকলেরই ভালো লাগে ,, কিনতু দৈনন্দিন জীবনে ধুলোবালির প্রভাবে প্রতিদিনই চুল শুষ্ক, জট ও রুক্ষ হয়ে যায়। যার জন্য আমরা অনেকেই টেনশনে পরে যাই এবং সমাধানের জন্য নানা ধরণের কাজ করতে থাকি। কিন্তু আপনি কি জানেন এক মাত্র খাঁটি সরিষার তেলই আপনার সমস্যার সমাধান করতে পারে……

সরিষার তেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, কে ও ই। যা সরিষার তেল চুল পড়া রোধ করে। এতে আরও থাকে জিঙ্ক, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা চুল বৃদ্ধি করতেও সাহায্য করে।

সরিষার তেলের যে সব উপাদান থাকে সেই সকল উপাদান চুলকে করে তোলে মসৃণ, স্বাস্থ্যজ্বল এবং সুন্দর। এই তেলে থাকা ভিটামিন কে এবং ভিটামিন ই যা চুল পড়া রোধ করে। শীতে ফাঙ্গাশের কারনে চুলের গোড়া বুজে গিয়ে চুল পাতলা হয়ে যায়। যা এই তেলে ব্যবহার করে উপকার পাওয়া যায়। ত্বকের স্ক্যাল্পে সরিষার তেল ব্যবহার করলে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের গোড়া মজবুত হয়।

চুল পড়া বন্ধ করেঃ চুল পরা আজকাল চুলের খুবই সাধারণ একটি সমস্যা। । সরিষার তেল চুলে নিয়মিত মালিশ করলে ফলিকল মজবুত হয় ফলে চুল পড়া বন্ধ হয়।

চুল লম্বা হতে সাহায্য করেঃ এই তেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।

রক্তসঞ্চালন বৃদ্ধি করেঃ যদি আপনার চুল শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায় তবে মাথার তালুতে নিয়মিত এই সরিষার তেল মালিশ করুন। যার ফলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে ।।

  • কিভাবে ব্যবহার করবেন এই তেল “”””

১/ আপনি চাইলে সরিষার তেল ও অ্যালোভেরা জেল একটি পাত্রে মিশিয়ে স্ক্যাল্পে ভালোভাবে এই মিশ্রনটি ম্যাসাজ করে আধা ঘণ্টা থেকে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে পারেন। দেখবেন চুল অনেক সাইন দিচ্ছে।।

২/ আবার আপনি শীতে চুলে আর্দ্র রাখার জন্য বিভিন্ন হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন । সরিষার তেল, লেবুর রস একসঙ্গে একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিয়ে সপ্তাহে তিনদিন মাস্ক হিসেবে চুলে ব্যবহার করুন। আধা ঘণ্টার মতো এই মাস্ক রেখে চুল ভালো ভাবে শ্যাম্পু করে ফেলুন। এতে চুল মজবুত, কন্ডিশন এবং খুশকি মুক্ত হবে।

৩/ টক দইয়ের সাথে সরিষার তেল একসাথে মিশিয়ে মাথার তালুতে ভালোভাবে লাগানোর পর সুখিয়ে এলে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করে চুলের যত্ন নিতে পারেন। এতে চুল অনেক মজবুত হবে।

Read More,

3 Best Oils For Hair Growth: নতুন চুল গজানোর জন্য কোন তেল সবচেয়ে ভালো

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *