Spread the love

Natural face pack at home: ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ফেসপ্যাক

IMG_20230427_220709-1682613439725 Natural face pack at home - ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ফেসপ্যাক

Natural face pack at home for glowing skin

ত্বকের যত্ন নেয়ার জন্য আপনাকে সপ্তাহে দুদিন অন্তত ফেসপ্যাক ব্যাবহার করতে হবে,, এবার কথা হচ্ছে কোন ত্বকে কী ধরনের ফেসপ্যাক ব্যবহার করা যাবে। সেটাই ভাবছেন তো?? ওতো ভাববেন না বন্ধু কী কী উপাদান ব্যবহার করতে পারবেন, সেটির কথাই আজকে আমি আপনাদের বলবো – এতদিনের রোদে পোড়া ত্বক সারিয়ে তোলার এই তো সঠিক সময়! জেনে নিন কীভাবে কালচেভাব মুছে ত্বক করে তুলবেন ঝকঝকে উজ্জ্বল!

এছাড়া এমন অনেক ঘরোয়া প্রাকৃতিক উপাদান আছে, যা মুখের নানা সমস্যা সমাধান করে থাকে। মুখের ত্বকের উজ্জ্বলতা ফেরায়।

হলুদ ত্বকের জন্য ঠিক কতটা উপকারী?

ত্বক ভালো রাখতে এবং উজ্জ্বলতা ফেরাতে হলুদ বেশ কার্যকরী। বাড়িতেই বাড়ির উপকরণ দিয়ে হলুদের ফেসপ্যাক বানিয়ে নিন,,হলুদ অ্যান্টি অক্সিড্যান্ট উপাদানে ঠাসা। এ অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান আপনার ত্বকের জেল্লা বাড়ায়,,মুখের জ্বালা ভাব বা লাল ভাব কমাতে সাহায্য করে। অ্যান্টি অক্সিড্যান্ট অ্যান্ড অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রপার্টিস অফ কারকিউমিন নামক একটি গবেষণা পত্রে এসব গুণের উল্লেখ করা হয়েছে।

Homemade Face Pack at home

১। হলুদ এবং লেবুর ফেসমাস্ক-

একটি পাত্রে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ হলুদগুঁড়ো নিন ও এক চামচ লেবুর রস নিন। এ প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটি আপনার মুখে লাগিয়ে নিন। ১০-১২ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। সাধারণ ত্বকে এ অ্যালোভেরা ও হলুদের ফেসমাস্ক ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের আর্দ্রতাও বজায় থাকে। জেল্লাও হয় দেখার মতো।

ত্বকের লাবণ্য বৃদ্ধির উপায়

IMG_20230427_220654-1682613440053 Natural face pack at home - ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ফেসপ্যাক
আরও পড়ুন,

How To Make Natural face Pack at home

২। কলার ফেসপ্যাক

উজ্জ্বলভাব পেতে ব্যবহার করুন এই ফেসপ্যাকটি। একটা পাকা কলা চটকে নিন, তাতে এক চাচামচ লেবু মধু যোগ করুন। সবটা ব্লেন্ডারে দিলে একটা মসৃণ মিশ্রণ পাবেন। কোমল ক্লেনজ়ার দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। এবার কলার মিশ্রণটা মুখে লাগিয়ে 15 মিনিট রাখুন। হয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলবেন।

৩। বেকিং সোডার ফেসপ্যাক

এক টেবিলচামচ বেকিং সোডায় দেড় চাচামচ জল ও মধু মিসিয়ে মসৃণ পেস্ট করে নিন। পরিষ্কার মুখে লাগিয়ে চক্রাকারে মাসাজ করুন। পাঁচ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলবেন। বেকিং সোডা ত্বকের উপর থেকে কোমলভাবে মৃত কোষ সরিয়ে দিয়ে ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির প্রাকৃতিক উপায়

৪। বেসনের ফেসপ্যাক

দু’ টেবিলচামচ বেসনের সঙ্গে চার টেবিলচামচ গোলাপজল মিশিয়ে পেস্ট করে নিন। ১৫মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলবেন।

৫। গোলাপ জল ত্বকের জন্য বেশ উপকারী।

একটি পাত্রে ২ চামচ হলুদ গুঁড়ো নিন। এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। তা আপনার ত্বকে ভালো করে ভালো করে লাগিয়ে নিন। এই প্যাকের অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণে মুখের নানা সমস্যাই সমাধান হবে। ব্রণ সারিয়ে তুলবে। আপনার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে।।


Tags – Skin Care, Face Pack


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *