Spread the love

Natural Moisturizer For Oily Skin – ন্যাচারাল ময়েশ্চারাইজার


ময়েশ্চারাইজার এর কাজ কি?

আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য মশ্চোরাইজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মশ্চোরাইজার ত্বকের ওয়েল ব্যালেন্স করে, পাশাপাশি ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে তোলে।


IMG_20230704_120105-1688452278329 Natural Moisturizer For Oily Skin - ন্যাচারাল ময়েশ্চারাইজার

Natural Moisturizer For Oily Skin For Daily Use

উজ্জ্বলতা আমরা সবাই ভালোবাসি, কিন্তু যখন ত্বকের প্রসঙ্গ আসে, তখন আমরা পুরো মুখ জুড়ে সেই চকচকে ভাব চাই না।


কেন তৈলাক্ত ত্বককে ময়েশ্চারাইজ করা জরুরি?


ফেস ময়েশ্চারাইজিং স্কিনকেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ একটা ধাপ ,,স্কিন হাইড্রেশন এমন একটা প্রক্রিয়া যেখানে ত্বকের ত্বকের ভেতরে জল ঢুকে ত্বকের স্থিতিস্থাপকতা ও দৃঢ়তা রক্ষা করে। বাইরের উপাদান যেমন দূষণ, অতিবেগুনী রশ্মি, অতিরিক্ত আর্দ্রতা এবং কখনো কখনো বাড়তি ক্লিনসিং ত্বকের আর্দ্রতার স্তরের ক্ষতি করতে পারে, যার কারণে ময়েশ্চারাইজ কমে যেতে পারে। এতে ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে এবং ত্বকে আরও বেশি জ্বালাপোড়া, সংক্রমণ, ভাজ পড়া, বলিরেখার মতো সমস্যা দেখা দিতে পারে।


Natural Moisturizer For Oily Skin In Summer


কীভাবে ময়েশ্চারাইজার আপনার ত্বককে সুরক্ষা দিতে পারে?


এটা ত্বকের ভাজ ঠেকায়: ডিহাইড্রেটেড স্কিন ত্বকে ভাজ হওয়া এবং ত্বক বুড়িয়ে যাওয়া। ময়েশ্চারাইজেশন ত্বককে মসৃণ ও টানটান রাখতে সাহায্য করে।


চুলকানির অনুভূতি দেয়: ময়েশ্চারাইজেশন ত্বককে হাইড্রেট করে এবং ধোয়ার পর শরীরে নরম একটা অনুভূতি দেয়।


অ্যাকনে নিয়ন্ত্রণ করে: ময়েশ্চারাইজার ত্বকের পোরস মুক্ত করতে সাহায্য করে এবং অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।


গরমে তৈলাক্ত ত্বকের জন্য ঘরে তৈরি ময়েশ্চারাইজার :


১) গোলাপের পাতা দিয়ে তৈরি ময়েশ্চারাইজার


এই ময়েশ্চাইরাইজার তৈরির জন্য প্রথমে অল্প পরিমাণ গোলাপের জল ও পাপড়ি একটা পাত্রে নিন। এরপর সেখানে দুই টেবিলচামচ অ্যালোভেরা জুস নিয়ে মেশান ও ঠাণ্ডা হতে দিন। একটা এয়ারটাইট গ্লাস কন্টেইনারে এটা রেখে দিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ি ও জলের ত্বকের পর অ্যান্টি-ফ্ল্যামেটরি প্রভাব আছে।


IMG_20230704_120034-1688452278873 Natural Moisturizer For Oily Skin - ন্যাচারাল ময়েশ্চারাইজার

Natural Moisturizer For Oily Skin And Acne

২) মিল্ক অলিভ অয়েল ময়েশ্চারাইজার


২ কাপ দুধের সঙ্গে সেখানে ২/৩ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। দুধ ত্বককে নরম করে, অলিভ অয়েল পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ করে ও ব্যাক্টেরিয়া কমাতে সাহায্য করে এবং ত্বকের দাগ দূর করে। এটা ত্বকের জন্য সবচেয়ে প্রাকৃতিক ফেস ময়েশ্চারাইজারগুলোর একটি।


৩) অ্যালো ভেরা


অ্যালো ভেরা ত্বককে শুধু ময়েশ্চারাইজারই করে না, একই সঙ্গে অতিবেগুনী রশ্মি থেকেও রক্ষা করে এবং ন্যাচারাল একটা হিউমেক্ট্যাক্ট হিসেবে কাজ করে। ২-৩ টেবিল চামচ জজবা অয়েল, ১ টেবিল চামচ জল নিন। এই মিশ্রণটা স্টিম দিয়ে মেশান, ঠাণ্ডা হওয়ার জন্য সময় দিন, দুই টেবিল চামচ অ্যালো ভেরা জেল দিন এবং ভালোমতো মেশান। এই ময়েশ্চারাইজার আপনার মুখ ও ঘাড়ে দিন। ভালো ফল পাবেন।।


IMG_20230704_120048-1688452278676 Natural Moisturizer For Oily Skin - ন্যাচারাল ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম

৪) আমন্ড অয়েল

আমন্ড অয়েল আপনার চুলের জন্য যতটা ভালো, ঠিক একইভাবে আপনার মুখের জন্যেও খুবই ভালো। আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থকে। সামান্য পরিমাণে আমন্ড অয়েল নিয়ে তা মুখে ভালো করে মাসাজ করে নিন। রাতে মাখতে পারেন। আর অতিরিক্ত পরিমাণে মাখবেন না। অল্প লাগালেই হবে। দেখবেন ত্বক পরিচর্যায় ময়েশ্চারাইজার এর ভালো কাজ করেছে।।


আরোও পড়ুন,

Matte Foundation For Oily Skin – অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন



Tags – Skin Care, Moisturizer

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *