Spread the love

Natural Oils For Oily Skin – তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায়


তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার সময়ে কয়েকটি প্রাকৃতিক তেলের সাহায্য নিতে পারেন,, যদি ত্বকের জেল্লা ধরে রাখতে এবং টানটান ভাব বজায় রাখতে চান।। এসব প্রাকৃতিক তেল ম্যাজিকের মতো কাজ করে।

ত্বকে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত সিবাম উৎপাদনের জন্য ত্বক তৈলাক্ত হয় । সিবাম হলো চর্বি দিয়ে তৈরি একটি তৈলাক্ত পদার্থ যার কাজ ত্বককে রক্ষা এবং ময়েশ্চারাইজ করা এবং আপনার চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর রাখা। তবে অত্যাধিক সিবাম ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে আটকে জমে যেতে পারে এবং এতে ব্রণ হতে পারে।


IMG_20230715_231317-1689443007118 Natural Oils For Oily Skin - তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায়

5 oils for glowing skin

ত্বক ভালো রাখতে বিশেষ যত্ন যে নিতেই হবে, এই কথা আমাদের অজানা নয়। কিন্তু সময়ের অভাবে সঠিক উপায়ে যত্ন নেওয়া আর হয়ে ওঠে না। ফলত অসময়েই ত্বকে বুড়িয়ে যেতে শুরু করে। আজ এমন প্রাকৃতিক তেলের উল্লেখ করবো যেগুলি আপনার ত্বককে ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া জেল্লা –

১. নারকেল তেল

ত্বকের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। এতে উপস্থিত উপকারী ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত ২ দিন নারকেল তেল মুখে মালিশ করতে পারেন। মাত্র কয়েক ফোঁটা মুখে লাগিয়ে নিয়ে মাসাজ করলেই মিলবে সুফল।


Best oil to put on face overnight

২. আর্গন অয়েল

ত্বকের জন্যে এই তেলটিও বেশ উপকারী। এতে উপস্থিত ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মুখের জেল্লা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এমনকী ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। ত্বকের টানটান ভাব যাতে বজায় থাকে, সেদিকেও নজর রাখে। কয়েক ফোঁটা আর্গন অয়েল আপনার মুখে মালিশ করে নিন। সপ্তাহে ১-৩ দিন এই তেল মুখে লাগাতে পারেন।


How to use face oil for oily skin

৩. অ্যালোভেরা:

অ্যালো ভেরা ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে। রাতে ঘুমানোর আগে আপনার মুখে পাতলাভাবে ঘৃতকুমারী প্রয়োগ করুন এবং সকাল পর্যন্ত রেখে দিন। আপনি যদি আগে অ্যালোভেরা ব্যবহার না করে থাকেন, তবে আপনার হাতে অল্প পরিমাণ মেখে নিন। দেখবেন তৈলাক্ত ভাব অনেকটা কমে আসছে।।


গরমে তৈলাক্ত ত্বকের যত্ন

৪.টমেটো:


IMG_20230715_231303-1689443007456 Natural Oils For Oily Skin - তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায়

Best face oil for oily skin in India

ত্বকে অতিরিক্ত তেল এবং ত্বকের ছিদ্রগুলোতে ময়লা জমে বন্ধ হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে টমেটো সাহায্য করে। টমেটো দিয়ে একটি এক্সফলিয়েটিং মাস্ক তৈরি করতে ১টি টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মিশান। এরপর গালের ওপর বৃত্তাকারভাবে ম্যাসেজ করুন এবং ৫ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে গেলে খুব ভালোভাবে মুখ ধুয়ে নিন।


পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

৫. জোজোবা তেল:

জোজোবা তেল দিয়ে তৈরি মাস্ক সপ্তাহে দুই থেকে তিনবার প্রয়োগ করলে ত্বকের হালকা ব্রণগুলো কমে আসে। তবে এটি খুব বেশি ব্যবহার করলে তৈলাক্ত ত্বকে হিতে বিপরীত হতে পারে।


Read More,

Double cleansing Method For Oily Skin – ডাবল ক্লেনজিং করার নিয়ম


Tags – Oily Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *