Spread the love

এক একটি ঋতু যখন বদলায় সঙ্গে বদলায় ত্বকের সমস্যাও। শীতে তৈরি হয় শুষ্ক ত্বক, আবার গরমে ত্বকের অবস্থা ছাল ওঠার মতো হয়ে যায় সঙ্গে তো ব্রণ ফ্রি । ক্রিম মাখলে কিছু ক্ষণের মধ্যে ঘেমে একাকার হয়ে যায়। ত্বক ভাল রাখতে রোজ কয়েকটি টিপস্ মেনে চলুন —

IMG_20240527_135901-edited Natural Skin Care: ৫ টিপস্: গরমে নিষ্প্রাণ ত্বক হয়ে উঠবে সতেজ

গরমে ত্বক সতেজ রাখার উপায়

1। টোনার: ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখের চামড়ায় টান ধরে, ত্বকে আর্দ্রতার অভাব হলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে টোনার। এর জন্য মুখ ধুয়ে অ্যাপ্লাই করুন টোনার।

2। ময়েশ্চারাইজ়ার:ত্বকের আর্দ্রতা ধরে রাখতে টোনারের পর মাখতে হবে ময়েশ্চারাইজ়ার। গরমে যে কোনও হালকা ময়েশ্চারাইজ়ার ক্রিম মাখলে হবে। তবে ত্বকের ধরন বুঝে ভাল মানের ময়েশ্চারাইজ়ার মাখা জরুরি।

গরমে ত্বক ভালো রাখার ৫ উপায়

3। গরমে ত্বক সতেজ রাখতে কিছু ফেসপ্যাক অ্যাপ্লাই করতে হবে – ৩ টেবিল চামচ পাকা পেঁপে, ও ১ টেবিল চামচ পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এ বার এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

গরমে ত্বক বাঁচানোর উপায়

4। গরমে শসা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে : শসা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে। তিন টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। দিনে কয়েকবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ও ত্বককে কোমল রাখবে। দেখবেন গরমে আর মুখ জ্বলবে না।

5। মধু খুব কম সময়েই উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এ ছাড়া ব্রণের জীবাণুও ধ্বংস করতে মধু বেশ কার্যকর। মধু সরাসরি মুখে লাগাতে পারেন, কিন্তু বেশী ফলাফল পেতে হলে মধুর সাথে, কলা, পেঁপে, লেবুর রস এসবের যে কোন কিছু মিশিয়ে লাগাতে পারেন।

আরোও পড়ুন,

Summer Natural Skin Care: পেঁপের গুণেই ফিরবে গরমে ত্বকের জেল্লা

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *