Spread the love

আজকাল চুলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে…. এর জন্য চুলের যত্ন(Hair Care) নিতে হবে কার্যকারী প্রোডাক্ট দিয়ে….. চুলের যত্নে সকলে দামি শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেন নিশ্চয়ই। কিনতু এত এত টাকা খরচ করার পরেও আপনি দেখছেন যে চুলের নানা সমস্যা লেগেই আছে। যেমন চুল পড়ার সমস্যা, মাথায় খুশকির সমস্যা কিংবা মাথায় চুলকানি(Hair Problem) হচ্ছে? এসব সমস্যা সমাধান করতে পারে একটা মাত্র তেল। যা আপনি সপ্তাহে দুদিন ব্যবহার করলে ফল পাবেন —

IMG_20240706_190704 Neem Oil: চুলের সকল সমস্যা দূর করবে নিম তেল

এই নিম তেল ব্যবহার করেও দেখুন। চুল পড়ার সমস্যা থেকে বা স্ক্যাল্পে চুলকানি সমস্ত কিছু দূর হবে এই নিম তেলের সাহায্যে….তাহলে কীভাবে ব্যবহার করবেন এই নিম তেল? নিম তেলের গুণ কী কী? রইল বিস্তারিত…

আপনার বাড়ির আশপাশে নিশ্চয়ই এই নিম গাছ আছে। আর এই নিম গাছের ফল থেকেই পাওয়া যায় নিম তেল। নিম তেলের প্রধান দুই উপাদান আজাদিরচটিন এবং ট্রাইটারপেনয়েড। এছাড়াও নিম তেলে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকালয়েড। যা আপনার চুল ভালো রাখতে ও স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

চুলের যত্নে নিম পাতার ব্যবহার

চুলের কি কি সমস্যা দূর করে —

1। উকুন কমায়

2। চুল বাড়তে সাহায্য করে.

3। খুশকির সমস্যা সমাধান করে

4। নিম তেলে একাধিক ফ্যাটি অ্যাসিড আছে। আর এই ফ্যাটি অ্যাসিড রুক্ষ চুলের হাল ফেরাতে সাহায্য করে।

নিম তেল তৈরির পদ্ধতি

5। স্ক্যাল্পকে পুষ্টি জোগায়। চুলে গোড়া থেকে পুষ্টি জোগায়।

6। এছাড়াও নিম তেল মাথায় মাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। তাই দ্রুত চুল বাড়ে।

IMG_20240706_190619-edited Neem Oil: চুলের সকল সমস্যা দূর করবে নিম তেল

7। খুশকির অন্যতম কারণ ক্যানডিডা ও মালাসেজিয়া ফাঙ্গি। এই ধরনের ফাঙ্গির সঙ্গেও মোকাবিলা করে নিম তেল। স্ক্যাল্প পরিষ্কার থাকে।

8। নিম তেলের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্যের কারণে মাথার ত্বকের সংক্রমণকেও সংশোধন করে।

চুলের যত্নে নিম তেল কি কি কাজে লাগে

✓✓ নিম তেল তৈরির পদ্ধতি—-পরিমাণমতো নিম পাতা প্রথমে ভাল করে ধুতে হবে। অল্প জল দিয়ে তা ভাল করে ফুটোতে হবে । একটি পাত্রে ওই পেস্টের সঙ্গে নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিতে হবে। মিনিট পাঁচেক ফোটার পর দেখতে হবে, ওই পেস্টের রং পরিবর্তন হয়েছে কি না।এবার ওই পেস্ট গ্যাস থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। পাত্রে রেখে দিতে হবে তেলটা। সপ্তাহে দুদিন ইউজ করে রেজাল্ট নিজেই দেখতে পাবেন।

আরোও পড়ুন ,

Reasons Of Breast Cancer: স্তন ক্যান্সার কেন হয়? এর মুক্তির উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *