আমরা সারা দিন নিজেদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি….. কাজ শেষ করে বাড়ি ফিরে আর ইচ্ছা করে না নিজের ত্বকের একটু যত্ন নেই…কিনতু এই ভুল গুলোই আমাদের জীবনে ডেকে আনে সমস্যা….! রাতে ঘুমের আগে একটু সময় বের করে ত্বকের যত্ন নিলে ত্বক কোমল ও মসৃণ হবে। কোমল ত্বক পেতে হলে ত্বকের পরিচর্যার জন্য সময় বার করতেই হবে। তা না হলে অকালেই ত্বকে বয়সের ছাপ পড়বে। দেখুন ত্বকের যত্নের ৫ টিপস্ —–
১) মেকআপ করুন আর নাই করুন, রাতে শোয়ার আগে মুখ কিন্তু ধুতেই হবে ভালো করে ফেসওয়াশ দিয়ে । ঠোঁটের এবং নাকের দু’পাশে ভাল করে পরিষ্কার করতে হবে।
রাতের রূপচর্চা
২) মুখ ধোয়ার পর টোনার অবশ্যই ব্যবহার করুন। টোনার ত্বকে সতেজতা আনে, এবং ভিতরের ময়লা পরিষ্কার করে, ওপেন পোর্সের মুখগুলি বন্ধ হয়ে যায়।
৩) ত্বককে আর্দ্র রাখা ভীষণ জরুরি। এর জন্য ফেস সিরাম ব্যবহার করবেন । ত্বকের দাগছোপ দূর করতে ফেস সিরাম দারুণ উপকারী।
রাতে ঘুমানোর আগে মুখের যত্ন
৪) প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অন্তত ২-৩ মিনিট ফেস মাসাজ করবেন ,, এতে ত্বকের টানটান ভাব বজায় থাকবে। হাতে পরিমাণ মতো অ্যালোভেরা ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে নিন। হাতের তালুর চাপে ধীরে ধীরে ফেস মাসাজ করুন। এতে মুখের রক্ত সঞ্চালন ভালো হবে।
রাতে ঘুমানোর আগে মুখের যত্ন মেয়েদের
৫) ফেসপ্যাক ঘুমোনোর আগে ফেসপ্যাক লাগিয়ে নিবেন। আপনার ত্বক তৈলাক্ত না শুষ্ক, সেই বুঝে ফেসপ্যাক বাছতে হবে। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এই প্যাক লাগাতে পারেন।
আরোও পড়ুন,
Best Remedy For Dark Circles: ঘরোয়া উপাদানেই দূর হবে ডার্ক সার্কেল