Spread the love

অনেকে চুলের যত্ন নেওয়ার জন্য কতো নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকে,,, কেউ কেউ দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন, আবার কখনও ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে চুলের যত্ন নেন। এই শীতকালে আমরা সকলে চুল পড়ার সমস্যায় ভুগছি। চুল পাতলা হয়ে যাচ্ছে। চুল উঠে উঠে (Hair Fall) যেন মাথায় টাক পড়ে যাচ্ছে। তার ওপর আবার খুসকির সমস্যা….এই ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারেন আপনি পেঁয়াজের ওপর।। খুব সহজেই ফল মিলবে। পেঁয়াজ ও পেঁয়াজের রস যে চুলের জন্য খুবই ভালো, তা আর নতুন করে বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই।

  • পেঁয়াজের তেল উপকারীতা

পেঁয়াজের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস আছে। যা আপনার চুল পড়ার সমস্যা কমায়। এবং নতুন চুল গজাতে সাহায্য় করে। এছাড়া পেঁয়াজের রসের মধ্য়ে এমন কিছু উপাদান আছে, যা প্রয়োজনীয় এনজাইমের উৎপাদন বাড়ায় এবং তাদের কার্যক্ষমতা বাড়ায়। তাই দ্রুতই চুল পড়ার সমস্যা কম করে। হাতের তালুতে পরিমাণ মতো এই পেঁয়াজের তেল নিন। সেটি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিন। চুলের গোড়ায় এবং চুলেও লাগিয়ে নেবেন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল। ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন।।

  • চুলে পেঁয়াজের তেলের উপকারীতা “””

** চুল পড়া কমানোর পাশাপাশি চুলের বৃদ্ধি, স্বাস্থ্য ভালো রাখে।।

**চুলের বৃদ্ধি: পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণ করে। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়।

** উজ্জ্বলতা বাড়ায়: এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলে ঘনভাব আনে ও উজ্জ্বলতা বাড়ায়। তাছাড়া চুল কন্ডিশন করতে এবং মাথার ত্বক সুস্থ রাখতে এটা উপকারী।

** খুশকি নিয়ন্ত্রণ করে: এতে থাকা ব্যাক্টেরিয়ারোধী ও অ্যান্টিসেপটিক মাথার ত্বকের সংক্রমণ ও খুশকির প্রবণতা কমাতে সহায়তা করে।

** কন্ডিশনিং: নিয়মিত পেঁয়াজের তেল মালিশ করলে মাথার ত্বক আর্দ্র রাখে এবং কনডিশনিংয়ের কাজ করে।

আপনারা চাইলে WOW স্কিন সায়েন্স দ্বারা পেঁয়াজের চুলের তেল বাদাম, ক্যাস্টর, জোজোবা, অলিভ এবং অলিভের সাথে মিশ্রিত পেঁয়াজের কালো বীজের তেল ইউজ করতে পারেন…. এর মধ্যে থাকা নারকেল তেল যা চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া নিয়ন্ত্রণ করে।চুলের জট বাঁধা প্রান্তগুলিকে বিলুপ্ত করতে এবং আলগা করতে সাহায্য করে।সব ধরনের চুলের জন্য উপযোগী: পেঁয়াজের তেল যেকোনো ধরনের চুলে ব্যবহার করা যেতে পারে, তা কোঁকড়া, সোজা, টেক্সচার্ড, ঘন, পাতলা, সূক্ষ্ম, মোটা, রঙ করা ইত্যাদি হোক না কেন।

Read More,

Vitamin A Deficiency Disease Name: আপনার শিশুকে খাবার পাতে ভিটামিন এ দিচ্ছেন তো? ভিটামিন এ এর অভাবে শিশুদের কি রোগ হয়! জানেন?

3 Best Night Cream For Oily Skin: ত্বকের কালো দূর করতে চান? তাহলে রাতের রুটিনে রাখুন নাইট ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *