Hair Care

Onion Black Seed Hair Oil Benefits: ১ টা নয় ১০ টা চুল গজাবে! নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন

Spread the love

অনেকে চুলের যত্ন নেওয়ার জন্য কতো নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকে,,, কেউ কেউ দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন, আবার কখনও ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে চুলের যত্ন নেন। এই শীতকালে আমরা সকলে চুল পড়ার সমস্যায় ভুগছি। চুল পাতলা হয়ে যাচ্ছে। চুল উঠে উঠে (Hair Fall) যেন মাথায় টাক পড়ে যাচ্ছে। তার ওপর আবার খুসকির সমস্যা….এই ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারেন আপনি পেঁয়াজের ওপর।। খুব সহজেই ফল মিলবে। পেঁয়াজ ও পেঁয়াজের রস যে চুলের জন্য খুবই ভালো, তা আর নতুন করে বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই।

  • পেঁয়াজের তেল উপকারীতা

পেঁয়াজের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস আছে। যা আপনার চুল পড়ার সমস্যা কমায়। এবং নতুন চুল গজাতে সাহায্য় করে। এছাড়া পেঁয়াজের রসের মধ্য়ে এমন কিছু উপাদান আছে, যা প্রয়োজনীয় এনজাইমের উৎপাদন বাড়ায় এবং তাদের কার্যক্ষমতা বাড়ায়। তাই দ্রুতই চুল পড়ার সমস্যা কম করে। হাতের তালুতে পরিমাণ মতো এই পেঁয়াজের তেল নিন। সেটি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিন। চুলের গোড়ায় এবং চুলেও লাগিয়ে নেবেন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল। ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন।।

  • চুলে পেঁয়াজের তেলের উপকারীতা “””

** চুল পড়া কমানোর পাশাপাশি চুলের বৃদ্ধি, স্বাস্থ্য ভালো রাখে।।

**চুলের বৃদ্ধি: পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণ করে। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়।

** উজ্জ্বলতা বাড়ায়: এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলে ঘনভাব আনে ও উজ্জ্বলতা বাড়ায়। তাছাড়া চুল কন্ডিশন করতে এবং মাথার ত্বক সুস্থ রাখতে এটা উপকারী।

** খুশকি নিয়ন্ত্রণ করে: এতে থাকা ব্যাক্টেরিয়ারোধী ও অ্যান্টিসেপটিক মাথার ত্বকের সংক্রমণ ও খুশকির প্রবণতা কমাতে সহায়তা করে।

** কন্ডিশনিং: নিয়মিত পেঁয়াজের তেল মালিশ করলে মাথার ত্বক আর্দ্র রাখে এবং কনডিশনিংয়ের কাজ করে।

আপনারা চাইলে WOW স্কিন সায়েন্স দ্বারা পেঁয়াজের চুলের তেল বাদাম, ক্যাস্টর, জোজোবা, অলিভ এবং অলিভের সাথে মিশ্রিত পেঁয়াজের কালো বীজের তেল ইউজ করতে পারেন…. এর মধ্যে থাকা নারকেল তেল যা চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া নিয়ন্ত্রণ করে।চুলের জট বাঁধা প্রান্তগুলিকে বিলুপ্ত করতে এবং আলগা করতে সাহায্য করে।সব ধরনের চুলের জন্য উপযোগী: পেঁয়াজের তেল যেকোনো ধরনের চুলে ব্যবহার করা যেতে পারে, তা কোঁকড়া, সোজা, টেক্সচার্ড, ঘন, পাতলা, সূক্ষ্ম, মোটা, রঙ করা ইত্যাদি হোক না কেন।

Read More,

Vitamin A Deficiency Disease Name: আপনার শিশুকে খাবার পাতে ভিটামিন এ দিচ্ছেন তো? ভিটামিন এ এর অভাবে শিশুদের কি রোগ হয়! জানেন?

3 Best Night Cream For Oily Skin: ত্বকের কালো দূর করতে চান? তাহলে রাতের রুটিনে রাখুন নাইট ক্রিম

Bristy

Leave a Comment

Recent Posts

Reasons Of Breast Cancer: স্তন ক্যান্সার কেন হয়? এর মুক্তির উপায়

দেশে যেনো বেড়েই চলেছে এই স্তন ক্যান্সারের সংখ্যা……এটি এমন একটি রোগ যেখানে অস্বাভাবিক স্তন কোষগুলি…

2 days ago

Good Cholesterol Foods: কোলেস্টেরল কমানোর ৫ খাবার

দিন যতো যাচ্ছে উচ্চ কোলেস্টেরলের সমস্যা দিনদিন আমাদের দেশে বেড়েই চলেছে। এর মুখ্য কারণ জানেন…

3 days ago

Turmeric Milk Benefits For Female: হলুদ মিশ্রিত দুধ খাওয়ার ৩ উপকারিতা

রান্না ঘরের মুখ্য ভূমিকা পালন করে থাকে এই হলুদ,,,যেকোনো রান্নায় হলুদ তার রং দিয়ে সৌন্দর্য…

3 days ago

Aloevera Gel: ত্বকের নানান সমস্যা দূর করবে অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের উপকারিতা নিয়ে বলে শেষ করা যাবে না,, ত্বক গ্লো করা থেকে শুরু করে,…

5 days ago

Best Moisturizer: ত্বকের যত্নে বাড়িতেই তৈরি করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ক্লিনিং টোনিংয়ের পর ময়েশ্চারাইজার লাগানো অত্যন্ত জরুরী। নয়তো ত্বক তার নিজস্ব আর্দ্রতা হারিয়ে ফেলে,,, প্রতিবার…

5 days ago

How To Remove Acne Scars: দাগহীন সুন্দর ত্বক পেতে যা করবেন

এখনকার মহিলা পুরুষদের বয়ঃসন্ধিকালে হরমোনের ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। আর এই…

6 days ago