Orange Peel powder Face Pack: কমলার খোসার গুঁড়া ফেস প্যাক
ত্বক ফর্সা কিংবা উজ্জ্বল করার জন্য বাজার থেকে কেনা আমরা ফেস প্যাক ব্যবহার করি।। কিনতু ঘরেই যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ব্যাবহার করেন আপনার ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। ত্বক নরম ও উজ্জ্বল করতে কমলার খোসার তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এতে থাকা ভিটামিন সি ও অ্যাসিডিক উপাদান ত্বকের কালচে দাগ দূর করে ও ত্বক রাখে উজ্জ্বল। ফেসপ্যাক তৈরি জন্য কমলার খোসা কড়া রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। এই গুঁড়া মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারবেন। জেনে নিন কীভাবে কমলার খোসার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-
কমলার খোসার ব্যবহার
আমাদের প্রত্যেকের ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। বিশেষ করে এই গরমকালে ,ত্বকের আরও বেশি যত্ন প্রয়োজন হয়। কারণ, এই সময়ে আমাদের ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। ত্বকে লালভাব দেখা যেতে পারে। এছাড়া চুলকানি, ব়্যাশের মতো সমস্যাও শুরু হয়।
তবে বাড়িতেও আপনি ত্বকের যত্ন নিতে পারেন। ঘরোয়া ফেসপ্যাকের সাহায্য়ে নিতে হবে ত্বকের যত্ন। এই সময়ে বাজারে ছেয়ে যায় কমলালেবু। কমলালেবু প্রায় সবাই খাই। কিন্তু এই লেবু খাওয়ার পরে খোসা ফেলে দিলে চলবে না। বরং, এর সাহায্যে আপনি বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক।
কমলার খোসা গুঁড়ো করার উপায়
কমলালেবুর খোসা কীভাবে ব্যবহার করতে হয়?
কমলালেবুর খোসার পাউডার সাধারণত শুকনো করেই ব্যবহার করা যেতে পারে। একটি পাউডার তৈরি করে তা আপনি ব্যবহার করতেই পারেন। কীভাবে তৈরি করবেন? এর জন্য বেশ কয়েকটি কমলালেবুর খোসা আপনাক বাড়িতে ছাড়িয়ে নিতে হবে।
এবার সেই কমলালেবুর খোসাগুলো শুকনো তাওয়ায় হালকা আঁচে নাড়িয়ে নিতে হবে। তারপর রোদে দিয়ে শুকিয়ে নিন কয়েকদিন। এবার সেই খোসা শুকনো হয়ে এলে তা আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন।
কমলালেবুতে কী গুণ আছে?
কমলালেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস পাওয়া যায়। আর এই অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ত্বক ভালো রাখতে ,সাহায্য করে। এই কথা আমরা কম বেশি সবাই জানি।
কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই মুখের প্রাকৃতিক জেল্লা ফেরাতে খুব বেশি সময় লাগে না। অ্যাকনে কমাতে সাহায্য করে। মুখের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না সহজে।
কমলা লেবুর খোসা দিয়ে রূপচর্চা
১/ চন্দনের সঙ্গে আপনার প্রয়োজন এক টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডার। এর সঙ্গে কাঠবাদামের গুঁড়ো মিশিয়ে দিন। এবার এর সঙ্গে ২-৩ টেবিল চামচ গোলাপ জল মেশাতে হবে। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি আপনার মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখার পরে ৮-১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। জেল্লা হবে দেখার মতো।
২/ ব্রণ কমায়
ব্রণের সমস্যা দূর করতে কমলার রসের সাইট্রিক অ্যাসিডকে কাজে লাগান। একটু কমলার রস নিয়ে ব্রণর উপরে দিলেই শুকিয়ে যাবে ব্রণ, ত্বক হয়ে উঠবে পরিষ্কার, ঝকঝকে। ভিটামিন সিতে ভরপুর এই ফলটি আমার শরীরের জন্য বেশ উপকারী।
উজ্জ্বল ত্বক পেতে কমলার খোসা দিয়ে রূপচর্চা
৩/ ত্বক সতেজ করে
মুখের খোলা রোমছিদ্র সংকুচিত করতে সাহায্য নিন কমলার রসের। মুখে খানিকটা কমলার রস মেখে দুই-তিন মিনিট রাখুন, তারপর ঠান্ডা জলে চেপে চেপে ধুয়ে নিন। ত্বক মুহূর্তেই সতেজ হয়ে উঠবে।
৪/ মুখের মৃত কোষ দূর করে
কমলার খোসা রোদে শুকিয়ে গ্রাইন্ডারে দিয়ে একটু মোটা দানার পাউডার করে নিন। পরিমাণমতো এই পাউডার নিয়ে তার সঙ্গে খানিকটা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সারা মুখে এই মিশ্রণটা লাগিয়ে আলতো হাতে স্ক্রাব করুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে উঠবে মুখ।
৫/ কমলার খোসা ও অ্যালোভেরা জেল
আধা চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জল দিয়ে। এই ফেসপ্যাকটিও সপ্তাহে একবার ব্যবহার করবেন।