Spread the love

শীতকালে আমাদের প্রত্যেকের ত্বকের চাই একটু বিশেষ যত্ন। কারণ, এই সময়ে আমাদের ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। ত্বকে লালভাব দেখা যেতে পারে। তাই শীতকালে বাড়িতে ত্বকের যত্ন নিতে হবেই। খুব বেশি কিছু না কমলালেবুর খোসা দিয়ে ফেসপ্যাক তৈরি করে তা মুখে লাগাতে পারেন। কথা দিচ্ছি জেল্লা ফিরবে রাতারাতি। কমলালেবুর খোসা দিয়ে রূপচর্চা কীভাবে করবেন দেখুন —–

  • কমলালেবুর খোসা কীভাবে ব্যবহার করতে হয়?

কমলালেবুর খোসার পাউডার সাধারণত শুকনো করেই ব্রেল্ডারে পাউডার তৈরি করে তা আপনি ব্যবহার করতেই পারেন। আপনার ফেসপ্যাকের উপকরণ তৈরি। এটি আপনি একটি কৌটোয় সংগ্রহ করে রাখতে পারেন। অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

কমলালেবুর খোসা দিয়ে রূপচর্চা

১/ এর জন্য আপনার প্রয়োজন এক টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডার। এক টেবিল চামচ কফি গুঁড়ো নিন। এর সঙ্গে এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে দিন। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি আপনার মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখার পরে ৮-১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। জেল্লা হবে দেখার মতো।

কমলার খোসা গুঁড়ো করার উপায়

২/ কমলালেবুর রস ও দইয়ের ফেসপ্যাক — যাদের তৈলাক্ত ত্বক, তারা এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য প্রথমে এক চামচ কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। চাইলে আপনি ভিটামিন ই ক্যাপসুল ব্যাবহার করতে পারেন,,,এরপর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩/ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে আপনি মুলতানি মাটি মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। এর জন্য আপনার প্রয়োজন, এক টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিন। এর সঙ্গে এক টেবিল চামচ মুলতানি মাটি মেশাতে হবে। এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে গবে। এই প্যাক মুখে, গলায় ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। ব্ল্যাকহেড রিমুভ করতেও সাহায্য করে এই প্যাক।।

আরোও পড়ুন,

Strawberry Face Pack For Glowing Skin: শীতে ত্বকের গ্লো ফেরাতে স্ট্রবেরির ব্যবহার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *