Panchayat ওয়েব সিরিজ নিয়ে যতো বলবো ততো কম পরে যাবে,, এই সিরিজের মাধ্যমে বুঝেছি সাধারণের মধ্যেও কীভাবে অসাধারণ করা যায়….. একটি গ্রামের মধ্যে বাস্তব চরিত্র গুলো এতো সুন্দর ভাবে তুলে ধরা যায়,,, এই সিরিজ না দেখলে সত্যিই জানতাম না,,, কোনো বাজে সিন না দেখিও এতো সুন্দর গল্প করা যায়,, তা সত্যিই প্রশংসনীয়….. এই সিরিজ দেখার পর বাকি অন্য সিরিজ দেখার ইচ্ছেই যেনো শেষ হয়ে যায়,,, গল্পের দুটি সিজন শেষ হবার পর সবাই গত দুই বছর ধরে পঞ্চায়েতের তৃতীয় অধ্যায়ের জন্য অপেক্ষা করছিল,, সকলের একি প্রশ্ন কবে আসবে পঞ্চায়েত 3? যাক অপেক্ষার অবসান এর পালা….
পঞ্চায়েত সিজন 3 কাহিনী
আগের সিজনগুলোর অসাধারণ সাফল্যের পর, জনপ্রিয় ওয়েব সিরিজ ( ‘পঞ্চায়েত‘ ‘)পঞ্চায়েত সিজন 3’ দিয়ে আরও বেশি দর্শকের নজর কেড়েছে ,,, এই সিরিজেও জীতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, এবং নীনা গুপ্তা প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে,,, সিরিজটির বিষয়বস্তু, হাস্যরস এবং অনবদ্য মিশ্রণ দর্শকদের মুগ্ধ করে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মে , ‘পঞ্চায়েত’ উত্তর প্রদেশের ফুলেরার প্রত্যন্ত গ্রামে একটি গ্রাম পঞ্চায়েতের সচিব হিসাবে অল্প বেতনের মধ্যে দিন কাটানোর চ্যালেঞ্জ এবং গ্রামের মানুষের এতো বাধা বিপত্তির মধ্যেই লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রয়াসকে তুলে ধরে।
পঞ্চায়েত সিজন 3 মুক্তির সময়
————–Panchayat ওয়েব সিরিজের ট্রেলার এবং টিজার প্রকাশের পর থেকে নানা উত্তেজনা তৈরি হচ্ছে। বোঝাই যাচ্ছিল দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সিরিজটি মধ্যরাতের পরে প্রাইম এ চলে এসেছে,,,
Panchayat Season 3 bengali Review
————আমার মতে পঞ্চায়েত একটি দুর্দান্ত ভাবনা। যার মাধ্যমে গ্রামের এতো অসাধারণ বাস্তব চরিত্রগুলো আমরা দেখতে ও জানতে পারলাম,, পুরো গ্রামকে জড়িত করে অসংখ্য গল্প দেখানো হয়েছে,,,শো-এর লেখক কে আমি সত্যি প্রশংসনীয় জানাই,, এতো সুন্দর ক্রিয়েটিভ লেখা লেখার ,,,, এই সিজনে দেখা যাবে রিংকী ও সচিব জি র সম্পর্ক কিভাবে ধীরে ধীরে ভালোবাসায় পরিনত হয়ে যায়। যে মানুষগুলিকে একদিন সে সহ্য করতে পারতোনা আজ তারাই হয়ে ওঠে অভিষেক ত্রিপাঠির প্রাণের বন্ধু। সবে মিলিয়ে এক স্নিগ্ধ ইমোশনাল বন্ডিং দেখানো হয়েছে এই সিজনে।
Tags – Panchayat 3 public reviews, panchayat season 3 torrent, panchayat season 3 release date