পেঁপের অনেক গুন…ত্বক ও শরীর দুটোরই খেয়াল রাখে।। এছাড়া পেঁপে ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাকা পেঁপে মুখে মাখলে ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হয়। এবং ত্বককে এক্সফোলিয়েট করে ,,, পাকা পেঁপে মুখে মাখলেও জেল্লা ফেটে পড়ে।
পেঁপের গুন
✓পেঁপে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও একাধিক সমস্যা দূর করে।
✓বলিরেখা দূর করে✓ পেঁপের ফাইটোকেমিক্যাল এবং শক্তিশালী এনজাইমগুলি আপনার ত্বককে হালকা করে.
গরমে ত্বকের গ্লো আনতে সেরা ৫ ফেসপ্যাক
,✓ আপনার ত্বককে নরম এবং তরুণ দেখায়।
✓পাকা পেঁপে মুখে মাখলে ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।
পেঁপের ফেসপ্যাক——
১) এক চামচ পেঁপের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক ত্বককে নরম ও মসৃণ করে তুলতে সাহায্য করে। পাশাপাশি দাগছোপ দূর করে। সপ্তাহে ২ দিন ব্যাবহার করুণ ফল পাবেন।।
উজ্জ্বল ত্বক পেতে পেঁপের ফেসপ্যাক ব্যবহার করুন
২) ব্রণর সমস্যা দূর করতে পেঁপের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখুন। সুখিয়ে গেলে ধুয়ে ফেলুন,, দেখবেন ব্রণের দাগ কমে গেছে।
৩) পরিমান মতো চন্দনের গুঁড়ো সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪) ব্রণর দাগ ছোপ দূর করতে আপনি পাকা পেঁপের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে মাখুন। ১০-১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৫) মুখে তরতাজা ভাব ফিরিয়ে আনতে পাকা পেঁপে, ও শসা পেস্ট করে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে জেল্লা বাড়িয়ে তোলে।
পেঁপের ফেসপ্যাক
৬) ওপেন পোরসের সমস্যা দূর করতে পাকা পেঁপের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক সুন্দর থাকবে।
৭) মুখের তেলতেলে ভাব নিয়ন্ত্রণে উপযোগী পাকা পেঁপে। পাকা পেঁপে ম্যাশ করে নিন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারে।
৮) গরমে মুখের ট্যান দূর করতে পাকা পেঁপের সঙ্গে টমেটো মিশিয়ে মাখুন। । এই ফেসপ্যাকে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক থেকে সমস্ত ট্যান দূর হয়ে যাবে। পাশাপাশি কমবে দাগছোপও।
৯) পাকা পেঁপে ও কমলালেবু এই দুই ফল স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। এই ফলের ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল। পাকা পেঁপেকে বেটে তাতে কমলালেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন। ১৫-২০ মিনিট রাখুন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরোও পড়ুন,
গরমে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে কফি ফেস মাস্ক ব্যবহার করুন